বলিউডে জনপ্রিয় মডেলদের মধ্যে অন্যতম নাম অঙ্কিতা দেব । সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। সোশ্যাল দুনিয়ায় বেশ জনপ্রিয় অঙ্কিতা।
সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। প্রত্যেকটিতেই প্রায় লক্ষেরও ওপর ফলোয়ার্স রয়েছে এই মডেলের।
মাঝে মাঝেই নানা ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অঙ্কিতা। অন্যান্য তারকাদের মতো তিনিও ফটোশুট করেন মাঝে মধ্যেই। সেই সব ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ারও করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি এমনই একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অঙ্কিতা।
বেশ কয়েকটি নতুন ফটোশুটের ছবি শেয়ার করেছেন অঙ্কিতা। ছবিতে দেখা যাচ্ছে, লাল লিপস্টিকে ক্যামেরাবন্দি হয়েছেন অঙ্কিতা। তাঁর ‘বোল্ড’ চাহনি দেখে পুরুষ হৃদয়ে ঝড় উঠবেই। প্রতি মুহূর্তে বেড়েই চলেছে এই ছবির লাইক ও শেয়ার। বহু মানুষ শেয়ার করেছেন অঙ্কিতার ছবি।
নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অঙ্কিতাকে। আবার অনেকেই এই ধরনের ছবি পোস্ট করার জন্য সমালোচনাও করেছেন একাংশ। তাঁদের মতে এমন ছবি ভারতীয় সংষ্কৃতির পরিপন্থী।
তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি অঙ্কিতা। তবে এই ধরনের ছবি এর আগেও শেয়ার করেছেন তিনি। সেই সব ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, মাঝে মাঝেই নিজের নতুন নতুন ছবি শেয়ার করেন অঙ্কিতা। দিন দিন তাঁর জনপ্রিয়তা বেড়েই চলেছে নেটদুনিয়ায়।
২০১৭ সালে গুজরাটের কন্যা অঙ্কিতার ‘দশ মিনিট ভিডিও’ নামে একটি এমএমএস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে অঙ্কিতাকে তাঁর নিজের ভাই গৌতম দাভে -র সাথে অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল। সমালোচিত হলেও বিখ্যাত হয়েছিলেন অঙ্কিতা। এরপরেই তিনি গহনা বশিষ্ঠ -এর গ্রুপের অন্যতম সদস্য হয়ে ওঠেন।
Part – 4 #AnkitaDave (चिकन चेरी- Series),
Follow to next Video,, #AankitaDave,👄 pic.twitter.com/30c36QF7pF— 𝐀𝐍𝐊𝐈𝐓𝐀 𝐃𝐀𝐕𝐄 (@AankitaDave) September 15, 2021
গহনার পরিচালনায় ‘জিদ’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন অঙ্কিতা। এই ওয়েব সিরিজটি রাজ কুন্দ্রা -র ‘হটশটস’ অ্যাপে আপলোড হয়েছিল। এছাড়াও ‘তেরি খতা’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন অঙ্কিতা।
কিন্তু প্রকৃতপক্ষে কে এই অঙ্কিতা? কেনই বা হটশটস অ্যাপে আপলোড হওয়ার কথা জানার পরেও তিনি এই ধরনের ওয়েব সিরিজে কাজ করতে রাজি হন?