জ্যাকলিন ফার্নান্ডেজ, শ্রীলঙ্কান এই ডিভাকে একেবারে আপন করে নিয়েছে বলিউড তথা ভারত৷ ছোট পর্দা হোক বা বড় পর্দা, তাঁকে দেখা গেলেই বাঁধভাঙা উচ্ছ্বাস অনুরাগীদের।







অভিনয়ের পাশাপাশি ইন্সটাগ্রামেও বেশ অ্যাক্টিভ তিনি। তার সারাদিনের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও হয় ভাইরাল৷
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৪ কোটি। তাঁর প্রতি এই অপার ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷







সম্প্রতি ইন্সটাগ্রামে যোগব্যায়ামরত অবস্থায় একটি ভিডিও আপলোড করেছেন তিনি৷ যথারীতি ভাইরালও হয়েছে সেই ভিডিওটি।
কিন্তু সেই সাথে ভিডিওটিকে ঘিরে ছড়িয়েছে বিতর্কও। কারণ কী এই বিতর্কের?







ওই ভিডিওতে যোগ ব্যায়ামের সময় স্বল্প পোষাকে ছিলেন ‘মাখনা’ খ্যাত নায়িকা। এরপরই ঘটে পোশাক বিভ্রাট।
ব্যায়াম করতে গিয়ে পোশাক বিভ্রাটের কারণে আবরণহীন হয়ে পড়ে তাঁর নি’ত’ম্ব। আর চর্চা শুরু এখানেই। দেখুন ভিডিও-






