বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম যেখানে দেশের যেকোনো প্রান্তের যেকোনো মানুষের প্রতিভা সারাবিশ্বে ছড়িয়ে যেতে পারে। কোনো ছোট বাচ্চার ক্রিকেট খেলা থেকে শুরু করে তানি মানি জুটির মিষ্টি গলায় গান, সবই বর্তমানে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ধনী-দরিদ্র নির্বিশেষে মানুষের প্রতিভা গুরুত্ব পায়। আজকের এই প্রতিবেদনে এমনই এক কিশোরের কথা জানাবো যে সংসারের অভাব অনটনের শিকার হয়ে প্রতিভাকে সুপ্ত রেখে বাস্তবের বেঁচে থাকার কঠিন লড়াইয়ে উর্ত্তীন্ন হয়েছে।
বর্তমানের ইন্টারনেটের যুগে পুরো পৃথিবী মানুষের মুঠোফোনে থাকে। এখন খুব কম মানুষ দেখা যায় যারা ইন্টারনেট ব্যবহার করেন না। প্রায় সবাই ইন্টারনেট দুনিয়ায় মগ্ন হয়ে থাকে।
ইন্টারনেটে মাঝে মাঝে কিছু মজাদার ভিডিও বা প্রতিভার ভিডিও বা কোন হাস্যকর মিউজিক ভিডিও ভাইরাল হয়ে থাকে। তার মধ্যে কিছু কিছু ভিডিও অথবা ছবি আমাদের হতভম্ব করে তোলে।
হাসি-কান্না, রাগ-অভিমান সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারি। তাই বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেশ গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে আমাদের জীবনের।
এবার কোন ভিডিও নেটিজেনদের ভালো লেগে গেলে সেই মানুষ রাতারাতি হয়ে যায় স্টার। সোশ্যাল মিডিয়া কোন মানুষের কাছে কত পয়সা আছে তা দেখে না।
কোন মানুষের কাজ কতটা ভালো সেটা দেখে। আবার কখনো কখনো মানুষ সাধারণত ভিডিও পোস্ট করলেও তার জনপ্রিয়তার শিখরে উঠে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কোন কিছুর ওপর নির্ভর করে না।
সোশ্যাল মিডিয়ায় এমন একটি প্লাটফর্ম যেখানে প্রতিভা একমাত্র বিচারের মাপকাঠি। এখানে মানুষ ধনী-দরিদ্র তা নিয়ে কিছু যায় আসে না। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি এক ভাই বোনের জুটির নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিও দেখে বোঝা যাচ্ছে তারা গরিব পরিবারে বসবাস করে। তাদের কাছে নেই কোনো জাঁকজমক পোশাক। তাদের পরনে সাধারণ পোশাক। তারা কোথাও মেকআপ করেনি। কিন্তু তাদের নাচের প্রতিভা অনবদ্য।
তারা সাধারণ পোশাক পরে ও কোন আর্টিফিশিয়াল মেকআপ না করে ক্যামেরার সামনে নাচ পরিবেশন করেছে। তারা পুরো গানের তালে তালে নেচে একজন প্রফেশনাল ডান্সার কেও হার মানিয়ে দিয়েছে।
তাদের নাচের ভঙ্গিমাতে আছে স্বাচ্ছন্দতা। বর্তমানে এই ভাইবোন জুটির নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। নেটিজেনরা ভিডিওতে লাইক কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে।