ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির সামর্থ্য নিয়ে কারও বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু অধিনায়ক হিসেবে কোহলি আদৌ কতটা কার্যকরী সেই প্রশ্ন উঠেছে বারবার।







ভারতীয় দলে তিনি যেমনি অধিনায়ক হিসেবে নজর কাড়তে পারছেন না, একইভাবে সফল নন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অধিনায়কত্ব করেও।
এদিকে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে স্মরণীয় জয় পায় ভারত। আর এই সিরিজে আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতের স্মরণীয় টেস্ট সিরিজ জয়ের পর সেই সমালোচনার পালে লেগেছে নতুন হাওয়া।







তাতে যোগ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার। তার মতে, বিশ্বকাপ জিততে না পারলে অধিনায়ক থেকে সরে যেতে হবে কোহলিকে।
গণমাধ্যম স্পোর্টসক্রীড়ার কাছে পানেসার জানান, “আগামী ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে। ভারত যদি এই দুই বিশ্বকাপের একটিতেও না জেতে, তাহলে অবশ্যই কোহলিকে অধিনায়কত্ব ছাড়তে হবে।







তার অধিনায়কত্ব নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সেটা প্রমাণ করার জন্য অবশ্যই টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে বিশ্বকাপ জিততে হবে তাকে।”
“এটা খুবই চমকপ্রদ একটি বিতর্কের বিষয় হতে পারে। আমার মনে হয়, রাহানে কিংবা রোহিতের রসায়ন খুব ভালোভাবে জমে ওঠে, যখন তাদেরকে অধিনায়কত্ব দেওয়া হয়।







এখন এই নেতাদের সে কীভাবে সামলাতে পারে সেটা হলো কোহলির দক্ষতার পরীক্ষা। এটা হবে তার নেতৃত্বের পরের ধাপ।”–যোগ করেন তিনি।






