জল্পনাটা বেশ কিছুদিন ধরেই চলছিল। সেটাই হল। কলকাতা নাইটরাইডার্সের অধিনায়কত্ব ছেড়ে দিলেন দীনেশ কার্তিক। পরিবর্তে দলের দায়িত্ব সামলাবেন ইংল্যান্ডের সীমিত ওভারের ম্যাচের অধিনায়ক ইয়ান মর্গ্যান।
শুক্রবার আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই ম্যাচ থেকেই দলের দায়িত্ব নিয়ে নিচ্ছেন মর্গ্যান। একটি বিবৃতিতে কার্তিক জানিয়েছেন, নিজের ব্যাটিংয়ের ওপরে জোর দিতেই অধিনায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি।
উল্লেখ্য, এই মরশুমে সাতটা ম্যাচের মধ্যে চারটেতে জিতলেও এখনও পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পারেনি কেকেআর। এই চারটের মধ্যে আবার দুটো ম্যাচ তারা জিতেছে রীতিমত ভাগ্যের জোরে। শারজায় দুটো ম্যাচ খেললেও দুটোতেই হেরেছে তারা। এর মধ্যে গত সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে গোহারান হেরেছিল নাইটরা।
তখন থেকে দলের মধ্যে অধিনায়ক পরিবর্তনের দাবি উঠছিল। যে দলে ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক খেলেন, সেই অধিনায়ক কেন অন্য কেউ হবে, সেই নিয়ে প্রশ্ন তুলছিলেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, আইপিএলের ১৩ বছরের ইতিহাসে অনেক দলই মরশুম চলাকালীন নিজেদের অধিনায়ক বদল করেছে। কেকেআরের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটল।