বলিউড তারকা কাজল ও অজয় দেবগনের মেয়ে নাইসা দেবগন তাঁর ফ্যাশন সেন্সের জন্য ধীরে ধীরে হয়ে উঠছেন টক অব দ্য বি-টাউন। মিডিয়ার মনোযোগের কেন্দ্রে এই খুদে তারকা।







১৭ বছরের এই তরুণীর এখনই বলিউডে পা রাখার পরিকল্পনা নেই। তবে দুঃখজনক হলেও প্রায়ই বিদ্রুপের শিকার হন নিশা। যতবার ঘর থেকে বের হন, পিছু নেন পাপারাজ্জিরা।
আর ছোট পোশাকের জন্য প্রায় অন্তর্জালবাসী তাঁকে কটাক্ষ করেন। এমনকি গায়ের রং নিয়েও বিদ্রুপের শিকার হয়েছেন। যা হোক, এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে তিনি সুপারস্টার পিতামাতার সন্তান এবং জীবনযাপন করেন রাজকীয়ভাবে।







নাইসা দেবগন এখন আর বাচ্চা নেই ।কাজল এবং অজয় দেবগনের মেয়ে এখন বড় হয়ে উঠেছে। সে তার কিশোরী বয়সে প্রবেশ করেছে এবং তার নতুন অবতারে সম্পূর্ণ অচেনা লাগছে ।
সম্প্রতি তার ইন্সটাগ্রামে দেওয়া একটি ছবিয়ে ভাইরাল হয়েছে। সেই ছবি তাকে সবুজ রঙের একটি অন্তর্বাসে দেখা গিয়েছে। অন্তর্বাসের উপর থেকে ফুটে উঠেছে বক্ষবৃন্ত।







নাইসা সিঙ্গাপুরে থেকে পড়াশুনো করেন৷ করোনার সময়েও তিনি সিঙ্গাপুরেই রয়েছেন৷ সেখানে তাঁর সঙ্গে কাজল রয়েছেন৷ তাঁদের ছেলে যুগ অজয় দেবগণের সঙ্গে মুম্বইতেই রয়েছেন৷
কাজলকে শেষবার বলিউডের ছবি তানাজি দ্য আনসাং ওয়ারিয়রে অভিনয় করতে দেখা গেছে৷ সিনেমার কাজলের সঙ্গে ছিলেন অজয় দেবগণ ও সইফ আলি খান৷ এই ফিল্মটি সুপারহিট হয়েছিল৷







ছবিতে নেগেটিভ রোলে অভিনয় করেছেন সইফ আলি খান ৷ অন্যদিকে অজয় দেবগণ এই ছবির মুখ্যচরিত্র তানাজির ভূমিকায় অভিনয় করেছিলেন৷
কাজল এই ছবিতে অজয় দেবগণের স্ত্রী-র ভূমিকাতেই অভিনয় করেছিলেন৷ তবে বলিউডের সিংহম এখনও নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে কোনওরকমের কোনও ঘোষণা করেননি৷







selling the sex part of human is called cine celeb ?!!