২০০২ সালের অন্যতম সেরা আইটেম সং কাটা লাগা তে দর্শকদের মনে ঝড় তুলেছিলেন শেফালী জরিওয়ালা।







কাটা লাগার পাশাপাশি অন্যান্য আইটেম সং এও একই ভাবে কোমর দুলিয়েছেন শেফালী তবে তার কাটা লাগা এখনো কাটা লাগায় সকলের মনে।
২০০৫ সালে হারমিত সিং কে বিয়ে করেন শেফালী, তবে ২০০৯ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এরপর পরাগ ত্যাগী কে ২০১৪ সালে বিয়ে করেন শেফালী।
শেফালীকে বেশ কয়েকটি রিয়্যালিটি শোতেও অংশ নিতে দেখা গিয়েছে, ডান্স রিয়েলিটি শো নাচ বালিয়ে’তে স্বামীর সাথে অংশ নিয়েছিলেন শেফালী, এছাড়াও কিছুদিন আগে বিগ বস ১৩ তে অংশ নিয়ে বেশ চর্চায় আসেন শেফালী, এবং সেই সময় বিগ বস ১৩ উইনার সিদ্ধার্থ শুক্লা এর সাথেও শেফালির সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিলো।







বর্তমানে মালদ্বীপে ছুটি কাটছেন শেফালী জরিওয়ালা, আর সেখান থেকেই নিজের ইনস্টাগ্রামে একের পর এক ছবি ছাড়ছেন তিনি, যেখানে উঠে এসেছে তার কালো বি;কিনি পরা ছবি, যা নেট দুনিয়ায় উষ্ণতা বাড়িয়ে তুলেছে, শেফালির মাখনের মতন তার ফর্সা ত্বকে কালো বি;কিনি যেনো আগুন লাগিয়ে দিয়েছে মালদ্বীপের সমুদ্র সৈকতে।






