সামনেই দোল। টলিউড থেকে সাধারণ মানুষ সবাই এখন মেতে আছে দোল উৎসবের জন্য। সবজায়গাতেই এখন রঙ খেলার প্রস্তুতি। তাই বিভিন্ন ধারাবাহিকের মতন ‘খড়কুটো’-য় আসছে দোল উৎসব।







সৌজন্য এবং গুনগুনের বিয়ের পরের প্রথম দোল এটা। তাই গুনগুন প্রেমীদের উৎসাহটা প্রবল। খুব শ্রীঘ্রই খড়কুটো তে আসছে দোল উৎসব। তারই ঝলক দেখা গেল তৃণা সাহার ইনস্টা রিলে।
অভিনেত্রী তৃণা সাহাকে দেখা গেলো রাজস্থানী সাজে নিম্বুরা গানে নাচতে। গুনগুনের গালে ছিল গোলাপি আবির। এই ভিডিও অভিনেত্রী শেয়ার করা মাত্রই খুব সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
খড়কুটো খুব অল্প সময়েই সকলের জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে। সৌজন্য এবং গুনগুন এখন সকলের ঘরের ছেলে-মেয়ে হয়ে উঠেছে। নিত্যদিন এই ধারাবাহিকে গুনগুনের নানারকম কান্ডকারখানায় মজেন ধারাবাহিকপ্রেমীরা।







গুনগুন সৌজন্যের প্রেমের চর্চা এখন সবার মুখে মুখে ঘুরছে। গুনগুনের মন খারাপ থাকলে দর্শকদের মনও একই রকম খারাপ থাকে।
কিছুদিন আগেই মিটল গুনগুন সৌজন্যের মান অভিমানের পর্ব। সমস্ত রাগ ভুলে গিয়ে গুনগুন জড়িয়ে ধরল সৌজন্যকে। তা দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন গুনগুন প্রেমীরা। তারা নিজেদের সৌগুন জুটিকে সবসময় একসাথে হাসি খুশি দেখতে চান।
এই ধারাবাহিককে বাকি সব ধারাবাহিকের থেকে আলাদা করেছে যৌথ পরিবারের সকলের মধ্যেকার পারস্পরিক বোঝাপড়া। বাড়ির বউয়ের প্রতি বাড়ির প্রতিটি সদস্যের ভালোবাসা। যা দেখে মুগ্ধ হয়েছেন সকলে।







তৃণা সাহা নিজের ইনস্টা হ্যান্ডেলে ভীষণ অ্যাক্টিভ। বিভিন্ন সময়ে তাকে সেটের বিভিন্ন রকম ছবি পোস্ট করতে দেখা যায়। কিছুদিন আগেই সৌজন্যকে জড়িয়ে ধরে তিন্নি দিদি এবং গুনগুনের ছবি বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আবার দোলের রঙে রঙিন হয়ে হলুদ ল্যাহেঙ্গা পড়ে রিল পোস্ট করলেন তিনি। যা দেখেই বোঝা যাচ্ছে দোলে জমজমাট এপিসোড আসতে চলেছে খড়কুটো তে। ২৮ তারিখ সম্প্রচারিত হবে এই এপিসোড।






