সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে “মনিকা ও মাই ডার্লিং” শীর্ষক ছবি। যেখানে অভিনয় করছেন রাজকুমার রাও, রাধিকা আপ্তে, হুমা কুরেশি। এই ছবির একটি গান 80’s এর স্বাদে বানানো হয়েছে। গানটির নাম, ‛ইয়ে ইক জিন্দেগী কাফি নেহি হে।






গানটি মুক্তি পাওয়ার সাথেই সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগায়। নেটিজেন সহ জনপ্রিয় অভিনেত্রীরাও একই গানে রিলস্ বানাতে থাকেন। সেই ট্রেন্ড থেকে বাদ পড়লেন না শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেল তিনি ওই গানে রিলস্ পোস্ট করেন।
যেখানে দেখা যাচ্ছে বাথটবে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। হাতে একটি সাদা গোলাপ। সেই গোলাপকে গালে রাখছেন, যেন তাতেই তার চাহিদার পরিস্ফুরণ ঘটছে। ব্ল্যাক ড্রেসে, উন্মুক্ত নেক, টানা টানা চোখে মোহগ্রস্ত করে তুলছেন ভক্তদের। আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে সেই গান, ‛ইয়ে ইক জিন্দেগী কাফি নেহি হে।’






আপনার জন্য শ্রাবন্তীর সেই ভিডিওর লিঙ্ক
ভক্তকূল লাইকবন্যায় ভাসিয়ে দিচ্ছেন পোস্ট। তার পাশাপাশি মন্তব্যও আসতে থাকছে। কেউ বলছেন ‛বুড়ো বয়সে আর কত?’ বলা বাহুল্য, বয়সকে ধরে রাখতেই এখন নিয়মিত জিমে যাচ্ছেন শ্রাবন্তী।





