বলিউডের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হলেন দিশা পাটানি। তিনি বর্তমানে টাইগার শ্রফের সাথে ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে।







আর মালদ্বীপে ছুটি কাটানোর বিভিন্ন ছবি দিশা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর সেই ছবি প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
টাইগার শ্রফও মালদ্বীপের বিভিন্ন ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া একাউন্টে। দিশাকে কখনো দেখা গেছে সুইমস্যুট পরে সেলফি তুলতে আবার তিনি কখনো বি;কি;নি পরে ধরা দিয়েছেন সমুদ্রের ধারে।







আর সেখানকার বি;কি;নি লুক রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দিশার ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে।
কিছিদিন আগে হলুদ রঙের বি;কিনি পরে নীল জলে উষ্ণতা ছড়াতে দেখা গিয়েছে দিশা পাটানিকে। ছবিটি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তবে এবার গ্রীষ্মকে স্বাগত জানাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। যেখানে জলের মধ্যে দাঁড়িয়ে গোলাপি রঙের বি;কি;নি পরে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে দিশাকে।







প্রসঙ্গত, দিশাকে দেখা যাবে ‘রাধে’ ও ‘কে-টিনা’ সিনেমায়। জানা গিয়েছে, ‘কে টিনা’ সিনেমায় নাকি পাঞ্জাবের এক ছোট্ট মেয়ের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে।
যে নানা রকমের অ;ন্ধবিশ্বাস ও কু;সং;স্কারে বিশ্বাসী। আর এমন চরিত্রেই অভিনয় করতে চলেছেন দিশা পাটানি।






