নতুন বছরের শুরুতে দুর্দান্ত স্টেজ পারফরম্যান্সয়ের মাধ্যমে দর্শকদের মনজয় করলেন রুকমা রায় ((Rooqma Roy)। বাংলা টেলিভিশন (Television) জগতের একজন সুপরিচিত ও






জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমা। স্টার জলসায় সম্প্রচারিত বাংলা ধারাবাহিক ‘কিরণমালা’ সিরিয়ালে কিরণমালার চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন সকলের।
এমনকি তারপর আবারও স্টার জলসার পর্দায় ‘দেশের মাটি’ সিরিয়ালে ‘মাম্পি’ (Mampi) নামের চরিত্র তুমুল সাড়া ফেলেছেন দর্শকমহলে। তারপর অভিনেতা রাহুলের সঙ্গে জুটি বেঁধে জি
বাংলার পর্দায় ‛লালকুঠি’ ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল। তবে, বছর গড়াতে না গড়াতেই বন্ধের মুখে পরে এই ধারাবাহিক। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতও বেশ তুখোড় ছিলেন অভিনেত্রী।






ন্যাশনাল হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর বাসন্তী দেবী কলেজ থেকে কমিউনিকেটিভ ইংলিশে স্নাতক হন তিনি। কিন্তু অভিনয়ের প্রতি টান তাঁকে এই প্রফেসনে নিয়ে
আসে। আর শেষঅবধি এটাই তাঁর পেশা ও নেশা দুই হয়েই দাঁড়ায়। পজেটিভ এর পাশাপাশি তাঁকে নেগেটিভ রোলেও অভিনয় করতে দেখা যায়। আর সেখানেও তিনি বেশ সফল।
তবে, অনেকেই হয়তো জানেন না যে, অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানের গলা রুকমার। আর নতুন বছরের শুরুতেই স্টেজ পারফরম্যান্স দিয়ে তিনি মনজয় করেছেন সবার। ‛Mere Dhol Judaiyan De’ গানটি






গাইতে শোনা যায় তার গলায়। এমনকি গান গাইতে গাইতে স্টেজের কাছে গিয়ে দর্শকদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় তাকে। এদিন কালো জিন্স ও সিকোয়েন্সের টপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।
‛Jhankar Studio’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ১৯ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় দেড় হাজারের কাছাকাছি মানুষ। সম্প্রতি রুকমার এই লাইভ পারফরম্যান্স-র ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।





