অস্ট্রেলিয়ার বাঘা বাঘা বোলারদের কাদিয়ে ছাড়লো অভিষিক্ত সুন্দর-ঠাকুর

চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে আনকোরা দল নিয়ে মাঠে নামে সফরকারী ভারত। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বা টেস্টে অভিষেক হয় তরুণ স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও পেস অলরাউন্ডার শার্দূল ঠাকুরের।

যেখানে বল হাতে দারুণ করার পর ব্যাট হাতেও অস্ট্রেলিয়াকে চমক দেখিয়েছেন এই অভিষিক্ত দুই ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার দেওয়া প্রথম ইনিংসের ৩৬৯ রানের জবাবে ভারত ১৮৬ রানে হারায় ৬ উইকেট। আর দলের টপঅর্ডাররা যখন জুটি বড় করতে ব্যর্থ তখন ক্রিজে আসেন সুন্দর-ঠাকুর।

আর একে একে ব্যাট-বলের নিখুঁত টাইমিং মিলিয়ে কামিন্স-স্টার্কদের মতো গতির মহারথীদের বাউন্ডারি ছাড়া করেছেন তারা।

তাদের এমন নিখুঁত ব্যাটিং দেখে স্বস্তিতে ছিলনা দলটির অভিজ্ঞ স্মিথ-ওয়ার্নারা। শেষ পর্যন্ত দু’জনে মিলে দলকে বড় সংগ্রহ এনে দিতে পেরেছেন।

দলকে সপ্তম উইকেট জুটিতে উপহার দিয়েছেন ১২৩ রানের জুটি। আর গাব্বা টেস্টে ভারতের পক্ষে সপ্তম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

২ ছক্কা ও ৯ চারে ঠাকুর খেলেন ৬৭ রানের ইনিংস এবং ১ ছক্কা ও ৭ চারে ৬২ রানের ইনিংস খেলেন সুন্দর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.