আইপিএলে কলকাতা দলে নেওয়ার পরেই হ্যাট্রিক করলেন এই ফাস্ট বোলার

গত ১৮ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে প্রথমবারের মতো দল পেয়েছেন বৈভব আরোরা।

হিমাচল প্রদেশের ডানহাতি এই পেসারকে ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে দল পাওয়ার পরপরই বিজয় হাজারে ট্রফিতে হ্যাট্রিক করেছেন তিনি।

তবুও মন ভরছে না ২৩ বছর বয়সী এই পেসারের। ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফিতে ভালো করেই কলকাতার একাদশে জায়গা নিশ্চিত করতে চান তিনি।

কেননা কলকাতার একাদশে রয়েছে প্যাট কামিন্স, লুকি ফার্গুসনদের সঙ্গে শিভাম মাভি এবং কমলেশ নাগারকোটিদের মতো পরিক্ষিত পেসাররা।

এ প্রসঙ্গে বৈভব বলেন, ‘যে মুহুর্তে আমি বাছাই হয়েছি, আমি তখনই মনে করেছি যে কেকেআরের শক্তিশালী বোলিং আক্রমণের সঙ্গে আমার সুযোগ পাওয়ার প্রতিযোগিতাটি বেশ কঠিন হবে।

তাই সেরা একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আমাকে বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফর্ম করতে হবে। এখন আমার পরিকল্পনা হলো ভালো পারফরম্যান্স করা এবং আইপিএলে একাদশে সুযোগ পাওয়া।

কামিন্স-ফার্গুসনদের সঙ্গে কলকাতার স্কোয়াডে রয়েছেন ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসানদের মতো তারকা ক্রিকেটার।

তাদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারবেন ভেবে উচ্ছ্বসিত বৈভব। এমনকি কামিন্স-ফার্গুসনদের কাছ থেকে পরামর্শ নিয়ে বোলিংয়ে আরো উন্নতি করতে চান এই পেসার।

এ প্রসঙ্গে বৈভব আরো বলেন, ‘সে (মরগান) একজন বড় খেলোয়াড় এবং আমি এখন তার, কামিন্স এবং ফার্গুসনের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করব।

তাই আমি খুবই উচ্ছ্বসিত, যেহেতু আমি এই দুই বোলারের কাছ থেকে অনেক কিছু শিখব। আমার বোলিংয়ের আরও উন্নতি করতে আমি কামিন্স এবং ফার্গুসনের কাছ থেকে পরামর্শ নেব।’

যদিও নিলামে কলকাতায় ডাক পাওয়ার কথা ছিল না বৈভবের। গত আইপিএলে পাঞ্জাব কিংসের নেট বোলার হিসেবে ছিলেন তিনি।

সেখানে কোচ এবং নির্বাচকদের মুগ্ধ করতে পারায় তিনিও ভেবেছিলেন প্রীতি জিনতার দলের হয়ে খেলবেন, কিন্তু কলকাতার বাছাই পর্বে গিয়ে শেষ পর্যন্ত শাহরুখ খানের দলে সুযোগ পান এই পেসার।

বৈভব আরো যোগ করে বলেন, ‘আমি ভেবেছিলাম যে আমি কোচ এবং খেলোয়াড়দের মুগ্ধ করায় পাঞ্জাব কিংসের হয়ে নির্বাচিত হব।

আমি ভেবেছিলাম যে এবারের আইপিএলে পাঞ্জাবের হয়ে সুযোগ পাব এবং সেটা সৈয়দ মোশতাক আলি ট্রফির পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। আমি সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম কারণ আমি বাছাইপর্বে ভাল করেছিলাম।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.