এবার চোটের ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। চোটের কারণে আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের মার্কিনি পেসার আলি খান। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই দুঃসংবাদ নাইট শিবিরে।







পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার আলি খান চোটের কারণে ছিটকে গেলেন গোটা টুর্নামেন্ট থেকে। কাঁধের চোটের জন্য টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার হ্যারি গার্নি। তাঁর পরিবর্তে আমেরিকার ডান হাতি ফাস্ট বোলার আলি খানকে দলে নিয়েছিল কেকেআর।







ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সে ভাল পারফরম্যান্সের সুবাদে এই আলি খানকে দলে নেয় নাইট ম্যানেজমেন্ট। প্রথম মার্কিন ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ ছিল আলি খানের সামনে।







কিন্তু আইপিএলে কেকেআর এর জার্সিতে একটি ম্যাচও খেলতে পারলে না ২৯ বছর বয়সী আলি। অনুশীলন করতে গিয়ে তিনি চোট পেয়েছেন বলে কেকেআর সূত্রে খবর। চোট এতটাই গুরুতর যে আলি খানকে অন্তত দু মাস মাঠের বাইরে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।






