আইপিএল নিলামের আগে ব্যাট হাতে ১ ওভারে ৫ ছক্কা হাকালেন অর্জন টেন্ডুলকার

আইপিএল নিলামের আগে দুরন্ত পারফরর্ম্যান্স অর্জুন তেন্ডুলকর। ব্যাটে-বলে ঝড় তুলে ম্যাচ জেতালেন এমআইজি ক্রিকেট ক্লাবকে।

পুলিশ শিল্ডে ইসলাম জিমখানার বিরুদ্ধে ম্যাচে জুনিয়র তেন্ডুলকর ১ ওভারে ৫টি ছক্কা মারেন। বোলার ছিলেন অফ-স্পিনার হাসির দাফেদার।

৩১ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন অর্জুন। ধ্বংসাত্মক ইনিংসে তিনি মোট ৫টি চার ও ৮টি ছক্কা মারেন। বল হাতে ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেটও দখল করেন তিনি।

লকডাউনের পর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এটিই প্রথম টুর্নামেন্ট।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এমআইজি ক্রিকেট ক্লাব নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৮৫ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে ইসলাম জিমখানা ৪১.৫ ওভারে ১৯১ রানে অল-আউট হয়ে যায়। ১৯৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় এমআইজি ক্রিকেট ক্লাব।

উল্লেখ্য, অর্জুন তেন্ডুলকর এই প্রথমবার আইপিএল নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছেন। তাঁর নূন্যতম মূল্য ২০ লক্ষ টাকা।

এবছর সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে মুম্বইয়ের হয়ে সিনিয়র ক্রিকেটে আত্মপ্রকাশের পর নিলামে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়ে যান জুনিয়র তেন্ডুলকর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.