ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম বসেছে আজ। চেন্নাইয়ে বাংলাদেশ সময় বিকেল বিকেল সাড়ে ৩ টায় শুরু হয়েছে জমজমাট প্লেয়ার ড্রাফট।







করোনার কারণে ২০২০ আইপিএলে অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে এবার সব ঠিক থাকলে এপ্রিলে ভারতের মাটিতেই হবে আইপিএল। তার আগে চেন্নাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসেছে ২০২১ আইপিএল নিলামের আসর।
নিলামে দ্বিতীয় স্লট থেকে সাকিবকে দলে নিয়েছে তার আগের দল কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে বিট করে সাকিবে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ৩.২০ কোটিতে সাকিবকে নেয় কলকাতা।
এরপর আরেক অলরাউন্ডার ক্রিস মরিসকে বেজ প্রাইজ ৭৫ লাখ থেকে রেকর্ড ১৬.২৫ কোটিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস।







তার আগে অলরাউন্ডার ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটিতে দলে নেয় ব্যাঙ্গালোর। মোস্তাফিজকে ১ কোটিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
এদিকে ২০ লাখের তরুণ অলরাউন্ডার শাহরুখ খানকে ৫.২৫ কোটিতে দলে নিয়েছে প্রীতির পাঞ্জাব কিংস।
একনজরে দেখে নেওয়া যাক নিলামে সবশেষ কোন দল কোন ক্রিকেটারকে দলে ভেড়ালো:-







পাঞ্জাব কিংস:
ঝাই রিচার্ডসন (১৪ কোটি), ডেভিড মালান(১.৫০), শাহরুখ খান (৫.২৫)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
গ্লেন ম্যাক্সওয়েল(১৪.২৪ কোটি), সচিন বেবি (২০ লাখ),রাজাত পাটিদার (২০ লাখ)
চেন্নাই সুপার কিংস:মইন আলী(৭.০ কোটি), কৃষ্ণাপ্পা গৌতম,
মুম্বাই ইন্ডিয়ান্স:
আদম মিলনে (৩.২০ কোটি), কোর্টার নাইল (৫.০ কোটি), পিয়ুস চাওলা (২.৪০ কোটি)







সানরাইজার্স হায়দরাবাদ:
কলকাতা নাইট রাইডার্স:
সাকিব আল হাসান(৩.২০ কোটি), ।
রাজস্থান রয়্যালস:
ক্রিস মরিস(১৬.২৫) কোটি, মোস্তাফিজুর রহমান (১.০ কোটি), শিবম দুবে (৪.৪০ কোটি),
দিল্লি ক্যাপিটালস:
স্টিভেন স্মিথ (২.২০ কোটি), উমেশ যাদব (১.০ কোটি), রিপাল প্যাটেল (২০ লাখ),






