ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আজ চতুর্থ দিনে চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলস। শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৮ টায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে জি টিভিতে। এছাড়াও স্টার স্পোর্টস এর একাধিক চ্যানেল এবং একাধিক ভাষায় দেখা যাবে এই খেলা।
ইতিমধ্যেই প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কে হারিয়ে দারুণ শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে এবারের আসরে এটি রাজস্থান রয়েলসের প্রথম ম্যাচ। দেখে নিন আজকের ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলস এর সম্ভাব্য একাদশ।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, মুরালি বিজয়, ফাফ ডু প্লেসিস, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেট কিপার), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, পীযূষ চাওলা, দীপক চাহার,
রাজস্থান রয়্যালস: রবিন উথাপ্পা (উইকেট কিপার), ইয়াসাভি জয়সওয়াল, সানজু স্যামসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড মিলার, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার, জয়দেব উনাদকাত, বরুণ অ্যারন, টম কারান।