দ্বিতীয়বারও তার জামিনের আবেদনে ‘নাকচ’ করে দিয়েছেন আদালত। শুক্রবার এ খবর শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি প্র’য়াত সু’শান্তের বান্ধবী রি’য়া চ’ক্রবর্তী। অঝোরে কেঁদে ফেলেন তিনি।
রি’য়া চ’ক্রবর্তীকে রাখা হয়েছে বাইকুল্লা জেলে, সেখানেই রি’য়াকে জানানো হয় আদালতের রায়ের কথা। সূত্রের খবর, রি’য়া একথা শোনার পরই কাঁদতে শুরু করেন।
দ্বিতীয়বারও জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়া, অভিনেত্রীর মনোবলের ক্ষেত্রেও একটা বড় ধাক্কা বলা যায়।
তবে হার মানতে নারাজ রি’য়া ও সৌ’ভিক চ’ক্রবর্তীর আইজীবী সতী’শ মা’নশিন্ডে। তিনি জানিয়েছেন, “আমরা এ’ন’ডিপিএস বিশেষ আদালতের নির্দেশনামা হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেব।”
জানা যাচ্ছে, সেশন কোর্ট রি’য়া ও সৌ’ভিকের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন আইনজীবী স’তীশ মা’নশিন্ডে।
তবে রি’য়ার বিরুদ্ধে এ’ন’সিবি যে যে ধারায় মামলা দায়ের করেছে, তাতে রিয়ার জামিন পাওয়া মুশকিল বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এনডিপিএস আইন অনুসারে ২৭এ, ২১, ২২, ২৮ ও ২৯ ধারায় মামলা দায়ের করেছে এ’ন’সিবি। অভিযোগ প্রমাণিত হলে হতে পারে ১০ বছরের জেল। সূত্র: জিনিউজ।