আদিত্য রয় কপুরের গার্লফ্রেন্ড ছিলেন রিয়া! প্রতিহিংসাবশত চুম্বন দৃশ্যে অভিনয় করেন সুশান্ত-বান্ধবী

সম্প্রতি ভারতের অন্যতম চর্চিত নাম রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। যিনি সাধারণ মানুষের কাছে কোন ভিলেন এর থেকে কম নয়। রিয়ার সঙ্গে বহু মানুষের নাম এর আগে জড়িয়েছে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃ’ত্যু মামলা তদন্ত নিয়ে যখন গোটা ভারত তোলপাড় শুরু হল সেই সময় আস্তে আস্তে রিয়ার জীবনের বিভিন্ন অজানা দিক প্রকাশ্যে আসতে শুরু করে। মহেশ ভাটের সঙ্গে রিয়ার সম্পর্ক কীরকম তার আভাস মোটামুটি সকলেই পেয়েছে। কিন্তু জানেন কি আদিত্য রয় কপুর(Aditya Roy Kapoor) এর সঙ্গেও রিয়ার সম্পর্ক ছিল?

প্রকাশ্যে সেই সম্পর্কের কথা রিয়া কোনদিনও স্বীকার না করলেও তাদের আচরণে স্পষ্ট বোঝা যেত যে তারা একে অপরের সঙ্গে ডেট করছেন।একই সঙ্গে একাধিক জায়গায় দেখা যেত এই জুটিকে। তবে স্বাভাবিকভাবেই দুজনেরই দাবি ছিল তারা একে অপরের খুব ভালো বন্ধু। এরপর আশিকি ২ ছবির শুটিংয়ের সময় শ্রদ্ধা কপুরের (Shraddha Kapoor) সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আদিত্যের।

শোনা যায় সেই খবর পেয়ে অত্যন্ত রেগে যান রিয়া। তখন তার হাতে বেশ কয়েকটি প্রজেক্ট ছিল। রিয়ার অন্যতম শর্ত ছিল তিনি কোন চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না। কিন্তু এর পরেই রিয়াকে লিপ কিসিং সিনে (Lip Kissing Scene) দেখা যায়।

এরপরে জল্পনা শুরু হয় যে আদিত্যের উপর ক্ষিপ্ত হয়ে তাকে জেলাস করতেই এই কাজ করেন রিয়া। যদিও এর পরেও তাদের সম্পর্ক আগের মতো হয়নি। তাদের সম্পর্কের টানাপোড়েন বেশিদিন স্থায়ী হয়নি। দুজনে নিজের জীবনের পথ নিজের মতো করে বেছে নিয়েছিলেন। বর্তমানে এরকমই সব অজানা তথ্য রিয়ার সম্পর্কে উঠে আসছে সংবাদমাধ্যমের শিরোনামে, যাতে সাধারণ মানুষ আরও অবাক হচ্ছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.