ইতিহাস গড়া জয়ের জন্য ভারতের ক্রিকেটারদের কত কোটি টাকা উপহার ঘোষণা করলো গাঙ্গুলি দেখেনিন

১৯৮৮ সালের পর থেকে অস্ট্রেলিয়া ব্রিসবেনে কোনও টেস্ট হারেনি। ভারত এর আগে কখনও গাব্বায় টেস্ট জেতেনি। দু’টি ছবিই বদলে দিল অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

গাব্বার অজি দুর্গ বিধ্বস্ত করে টেস্ট সিরিজ জিতল ভারত। শেষ হল ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ৩৩ বছরের সাফল্যের অধ্যায়। এই মাঠে নতুন করে ইতিহাস লিখল ভারত।

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়াকে উত্তেজক ম্যাচে পরাজিত করে টিম ইন্ডিয়া। মাত্র ৩ ওভার বাকি থাকতে গাব্বা টেস্ট ৩ উইকেটে জিতে নেন রাহানেরা।

অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৩৩৬ রানে। ৩৩ রানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তোলে ২৯৪ রানে।

প্রথম ইনিংসের লিড মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে থাকে ৩২৭ রানে। ভারত ম্যাচ শেষ হওয়ার মাত্র ৩ ওভার বাকি থাকতে ৭ উইকেটের বিনিময়ে ৩২৯ রান তুলে ম্যাচ জিতে যায়।

অ্যাডিলেডের প্রথম টেস্টে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। মেলবোর্নের দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত। সিডনির তৃতীয় টেস্ট ড্র হয়।

ব্রিসবেনের শেষ টেস্ট জিতে ভারত ৪ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের দখলে নেয়। ফলে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের কাছেই রেখে দেয় টিম ইন্ডিয়া। এই নিয়ে অস্ট্রেলিার মাটিতে টানা ২টি টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

আর এই জয়ে উচ্ছ্বসিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ২০০৪ সালে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রেখেছিলেন সৌরভ গাঙ্গুলি।

আর এবার ২০২১ সালে এই অসাধারণ একটি সিরিজে জয়লাভ পেয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আর নিজের এই উচ্ছ্বাস প্রকাশ করলেন টুইটারে।

এমনকি, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার দরুণ ভারতীয় দলের জন্য পাঁচ কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

এই নিয়ে নিজের টুইটারে সৌরভ লিখেছেন, “একটি অসাধারণ জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানে টেস্ট সিরিজ এভাবে জিতে আসা, অবশ্যই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিসিসিআই ঘোষণা করছে দলের জন্য পাঁচ কোটি টাকা বোনাস দেওয়া হবে। এই জয়ের মূল্য কোনও সংখ্যার থেকে অনেক বেশি। শুভেচ্ছা এই সফরকারী দলের প্রতিটি সদস্যকে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.