সালমান খানের বৌদির কথা উঠলেই আমাদের সকলের আগে মাথায় আসে মালাইকা অরোরা খান এর নাম। প্রায় সাত বছর তিনি ঘর করেছেন আরবাজ খানের সঙ্গে।







তাই শুধুমাত্র মালাইকা আরোরা নয়, মালাইকা অরোরা খান বলতেই আমরা অভ্যস্ত। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায়। দীর্ঘ দিনের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের। দুজনের রাস্তা ভিন্ন হয়ে যায়।
দুজনেই খুঁজে পান তাদের মনের মানুষকে। একদিকে যেমন মালাইকা আরোরা খুঁজে পান অর্জুন কাপুর কে, তেমনি আরবাজ খান খুঁজে পান জর্জিয়া কে।







ইতিমধ্যেই তাদের দুজনকে দেখতে পাওয়া গেছে বহু অনুষ্ঠানে। বেশকিছু ম্যারেজ সেরিমনি তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। সম্ভবত এই বছরই তাদের চার হাত এক হবার কথা ছিল।
কিন্তু করোনার জন্য সেই অনুষ্ঠান পিছিয়ে যায়। কিন্তু এখন দুজনের ছবি দেখলেই বোঝা যায় তাদের সম্পর্ক কতটা মজবুত।
জর্জিয়া এতটাই সুন্দরী যে একনজরে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। ইনস্টাগ্রামে একটিভ থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী।







অভিনয় করার পাশাপাশি তিনি একজন সফল মডেল। সম্প্রতি তিনি একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যা দেখে সকল এই হতবাক হয়ে গেছেন।
ছবিটিতে যেন যৌ”ন’তা উপচে পড়ছে জর্জিয়ার। ব’ক্ষদেশ এতটাই উন্মুক্ত যে, শরীরের বি’প’দ’জ’ন’ক খাঁ’জ স্পষ্ট হয়ে উঠেছে। খুব সম্ভবত গোয়ার বি’চে এই ছবি তুলেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন বি’চের কথা।







যেখানে সবাই মালদ্বীপ এবং অন্যান্য জায়গায় ছুটি কাটাতে যাচ্ছেন, সেখানে সালমান খানের হবু বৌদি পিছিয়ে থাকবে তা কখনো হয়।






