এই সুন্দরী মহিলার জন্য ৬ মাসের অন্তঃসত্তা স্ত্রীকেও ত্যাগ করেন কুমার শানু! বাবার সমস্ত কুকীর্তি ফাঁস করল ছেলে জান

৯০ দশকে বলিউডের যত সুপারহিট গান রয়েছে, তার বেশিরভাগই যিনি গিয়েছিলেন তিনি আর কেউ নন সকলের প্রিয় কুমার শানু (Kumar Sanu)। কুমার শানু আপামর বাংলা তথা হিন্দিপ্রেমী

উভয় জনগণের কাছেই বিখ্যাত। তার গানে মুগ্ধ সারা জগত। সর্বদা কুমার শানুর নামে আমরা প্রশংসাই শুনে এসেছি। তবে এই নামের পেছনে যে লুকিয়ে রয়েছে এক কালো রহস্য, তা জানলে অবাক হবেন আপনিও।

কুমার শানুর ছেলে জানের (Jaan) মুখ থেকে বেরোয় এক অজানা সত্য। কুমার শানু বলিউডে তার ক্যারিয়ার শুরু হওয়ার পরে রীতা ভট্টাচার্য (Rita Bhattacharya) নামক একজন মহিলাকে বিবাহ করেন। বিয়ের

পর বেশ সুখের সংসার জীবন কাটছিল এবং তাদের দুটি পুত্র সন্তানের জন্মায় জেসি এবং জিকো। সেই সময় কোনরকম সমস্যা সৃষ্টি হয়নি। তবে জান যখন মাতৃগর্ভে আসে, তখনই নাকি বেশ কিছু সমস্যা শুরু হতে থাকে।

জান যখন ছমাসের পেটে তখনই কুমার শানুর মন মজে ছিল অন্য এক মহিলায়। সেই অবস্থাতে স্ত্রীকে ত্যাগ করে সেই মহিলার বাড়ি দিয়ে ওঠেন। রীতা ভট্টাচার্য অনেক চেষ্টা করেও

ফিরিয়ে আনতে পারেনি গায়ক কুমার শানুকে। এই কথা জান নিজেই এক ইন্টারভিউতে জনসমক্ষে প্রকাশ করেন। তিনি বলেন তার কাছে বাবা এবং মা উভয়ই হলেন রীতা ভট্টাচার্য।

জানকে যদি ভালোবাসার সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়, তবে তিনি সর্বদাই একই কথা বলেন যে ভালোবাসা বলতে তিনি একজনকে বোঝেন। তিনি হলেন তার মা রীতা ভট্টাচার্য। তার কারণ ছোটবেলা থেকেই তার

মা-ই বাবা এবং মা উভয়ের চরিত্রেই তার সামনে ধরা দিয়েছিলেন। বাবা-মায়ের ভালোবাসা একসঙ্গে তিনি পেয়েছেন তার মায়ের কাছ থেকে। আর তার বাবা তাদের ছেড়ে অন্য মহিলার সঙ্গে চলে গিয়েছিলেন, বলে তিনি কখনোই বাবার ভালোবাসা, আদর পাননি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.