ভারতীয় ক্রিকেট দলের আগের অস্ট্রেলিয়া সফরে স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার না থাকার সুযোগটা বেশ ভালোভাবেই নিয়েছিল কোহলিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটি থেকে সিরিজ জয় করে ফিরেছিল বিরাট কোহলি অ্যান্ড কোং।







তবে এবার এই কাজটা সহজ হবে না বলেই মনে করছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান লিটল মাস্টার খ্যাত ক্রিকেটার শচিন টেন্ডুলকার।
শচিন মনে করেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের উপস্থিতির জন্যই এবারের সিরিজটা ভারতের জন্য বেশ কঠিন হবে। শুধু এই দু’জনই নয়, আরও একজনকে ভারতের জন্য হুমকি হিসেবে মনে করছেন শচিন।







লিটল মাস্টার শচিন বলেন, ‘আগেরবার অস্ট্রেলিয়া দলে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না, যারা এবার রয়েছে। ওয়ার্নার, স্মিথ এবার রয়েছে। একই সঙ্গে বলব ল্যাবুশানের নামও।
এই তিনজনের জন্য এবারের অস্ট্রেলিয়া দল কিন্তু আগের চেয়ে অনেক শক্তিশালি। হঠাৎ সিনিয়র প্লেয়াররা না থাকলে যে কোনো দলে একটা শূন্যতা তৈরি হয়। অস্ট্রেলিয়া দলে গতবার ঠিক এটাই হয়েছিল।’







উল্লেখ্য, বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছর করে নিষিদ্ধ ছিলেন স্মিথ এবং ওয়ার্নার। যে কারণে ভারতের আগের অস্ট্রেলিয়া সফরে খেলতে পারেননি এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। আর ল্যাবুশানের তখন টেস্ট অভিষেকই হয়নি।






