একবার চার্জ দিলেই ছুটবে টানা ২১০ কি.মি, একদম স্বল্প দামে পাচ্ছেন এই বৈদ্যুতিক স্কুটার

যত উন্নতি হচ্ছি আমরা ততোই উন্নত হচ্ছে আমাদের আশেপাশের পরিস্থিতি। তার সাথে সাথে বেড়ে চলেছে আমাদের চাহিদা ।

এবং সেই চাহিদার কথা মাথায় রেখে বাজারে এসেছে নিত্য নতুন ধরনের উচ্চমানের বাইক ।তার পাশাপাশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হল পেট্রোল এবং ডিজেলের দাম ।

অত্যাধুনিক বাইক থাকলে হবেনা তার পাশাপাশি সেই বাইকের মাইলেজ ক্ষমতা কেমন সেদিকেও নজর রাখতে হবে। কিন্তু কম দামে ভালো মাইলেজ বাইক মেলা ভার ।

এবার সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম মাথা রেখে জনপ্রিয় বাইক নির্মাণ কোম্পানি নিয়ে এলো বাজারে ইলেকট্রিক স্কুটার।

আপাতত বাজারে এ ধরনের মডেল পাওয়া যাবে । এগুলি হল Optima-hx, Nyx-hx ও Photon-hx। সেই সূত্র ধরেই Nyx HX স্কুটারের দাম প্রকাশ করা হয়েছে।

বাজার হোক বা অন্য যেকোনো ধরনের কাজ সেই সমস্ত কাজের জন্য উচ্চপ্রযুক্তি ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক স্কুটার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে আগামী দিনে বাজারে এমনটাই মনে করছে গাড়ি নির্মাণ সংস্থা ।

গাড়িপ্রস্ততকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই ইলেকট্রিক স্কুটারে ব্লুটুথ ইন্টারফেসের জন্য চার ধরনের অন ডিমান্ড স্মার্ট কানেক্টিভিটির ব্যবস্থা করা হয়েছে। যাতে যাবতীয় কাজ অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে খুব সহজে সম্পন্ন হতে পারে।

এ বিষয়ে Hero Electric-এর CEO সোহিন্দর গিল জানিয়েছেন, প্রতিটি ছোটখাটো ব্যবসাতেই একটি সুনির্দিষ্ট পরিবহন পরিষেবার প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার বিষয়টিও মাথায় রাখতে হয় ছোটো-মাঝারি ব্যবসায়ীদের।

এই পরিস্থিতিতে Nyx-HX-এর নতুন সিরিজের গাড়ি অনেকটাই ফ্লেক্সিবল, মডিউলার ও ভার্সাটাইল। যা গ্রাহকদের চাহিদা পূরণ করতে সক্ষম।

স্কুটারটির লো রানিং কস্ট, হাই লোড-ক্যারিং ক্যাপাবিলিটি, ইন্টারসিটি রেঞ্জ আপনার নজর কাড়বে। রয়েছে স্মার্ট কানেক্টিভিটি ফিচারও।

স্বল্প ব্যাটারি খরচায় পর্যাপ্ত পিক-আপ দিতে সক্ষম হবে এই বাইক। এই স্কুটির দাম ৬৪ হাজার টাকা ধার্য করা হয়েছে এবং এ বিশেষ বৈশিষ্ট্য হলো একবার চার্জ দিলে এই স্কুটার টি ২১০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে সক্ষম । কাজেই আজই আনুন এই ইলেক্ট্রিক স্কুটার ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.