সোশ্যাল মিডিয়া এখন সবারই নিত্যদিনের সাথী। যোগাযোগ ছাড়াও বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া।







তাই তারকারা তাঁদের অনুরাগীদের ধরে রাখতে এই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ভূমিকা পালন করেন।
নিজের সমস্ত কাজের আপডেট থেকে শুরু করে অভিনেত্রীরা বোল্ড ফটো, ভিডিও, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা সব শেয়ার করে ভক্তদের মজিয়ে রাখেন। এই সমস্ত তারকা অভিনেত্রীদের মধ্যে মধুরিমা অন্যতম।







ছোট পর্দার মিষ্টি পাখি থেকে এখন বড় পর্দার চিনি গার্ল অভিনেত্রী মধুমিতা সরকার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে সাজিয়েছেন তিনি। তাই সময়সাপেক্ষ কাজও করে যাচ্ছেন পরের পর। সম্প্রতি থিয়েটারে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চিনি ছবিটি।
মধুমিতার পরবর্তী কি ছবি আসতে চলেছে তা জানা না গেলেও, নায়িকা যে বসে নেই তা বেশ স্পষ্ট। ঝলক দেখা যাবে তাঁর ইনস্টাগ্রাম পেজেই।







সম্প্রতি অভিনেত্রীকে তাঁর ইনস্টাগ্রামে ফটোশুটের বিহাইন্ড দা সিন বলে এক ভিডিও পোস্ট করতে দেখা গেল। সেখানে নায়িকাকে অনেকগুলি ডিজাইনার ড্রেসে দেখা গেছে।







এরই সাথে দেখা গেল ক্যামেরার সামনে পোজ দিতেও। নায়িকার নতুন ফটোশুটের ফটো যে খুব শীঘ্রই আসতে চলেছে তা স্পষ্ট বুঝিয়ে দিলেন মধুমিতা।
বেশ অনেকগুলি লুকেই এইবার দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর এই ভিডিওতে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে। মধুমিতার আর বাকি সব পোস্টের মত এই পোস্টও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।






