পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আলোচনা যেন তার পিছুই ছাড়েনা।
সেইসাথে সোশ্যাল সাইটে তাকে আ’ক্র’মণ করে আসে নানা বিতর্কিত মন্তব্য। আর তার উত্তরে কোন দ্বি’ধা না রেখে কাটছাট উত্তর দিয়ে ভক্তদের তারিফ কুড়িয়ে নেন এই অভিনেত্রী।







এবার তন্ময় ঘোষ নামের এক ব্যবহারকারী স্বস্তিকার একটি ছবিকে কেন্দ্র করে তাকে ‘এক রাতের জন্য কত টাকা নেন?’ এমন প্রশ্ন করে বসেন।
আর উত্তরে বেশ কড়া করেই জবাব দেন স্বস্তিকা। তন্ময়ের ওই আপ’ত্তি’কর টুইটের জবাবে স্বস্তিকা লিখেন ‘আপনার সেই সামর্থ্য নেই স্যার। বিনামূল্যে কেবল কল্পনা করতেই পারেন। এটাই চেষ্টা করুন।’







স্বস্তিকার এমন উত্তরে তার ভক্তরা তার প্রশংসায় মেতেছেন। তেমনি তন্ময় ঘোষকে আক্রমণ করেও বেশ টুইট করছেন তারা।






