সুশান্ত সিং রাজপুতের সঙ্গে থাইল্যান্ড ট্রিপে যাওয়ার কথা NCB-র জেরায় স্বীকার করে নিয়েছেন সারা আলি খান। তবে মা’দ’ক নেওয়ার কথা অস্বীকার করেছেন সারা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
সূত্রের খবর, সুশান্তের ফার্ম হাউসের পার্টিতে উপস্থিত থাকার কথা শ্রদ্ধার পাশাপাশি সারাও স্বীকার করে নেন। এছাড়াও শ্রদ্ধা ও সারা দুজনেই NCB-কে জানান, সুশান্তের ফার্মহাউস পার্টিতে ড্রি’ঙ্ক সার্ভ করা হয়েছিল, তবে তাঁরা মা’দ’ক নেননি।
তবে তারা দুই জনই স্বীকার করেছে যে তারা সুশান্তকে ড্রা’গ নিতে দেখেছে। সারা আলি খান সুশান্ত ও তার প্রেমের সম্পর্কের কথাও স্বীকার করেছে।
প্রসঙ্গত, সুশান্ত ও সারার থাইল্যান্ডে বেড়াতে যাওয়ার কথা প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন সুশান্তের বাড়ির কর্মী স্যামুয়েল হওকিপ। পরে এও শোনা গিয়েছিল, শুধু সারা যাবে বলেই সুশান্ত নাকি চাটার্ড বিমান ভাড়া করেছিলেন।
সুশান্তের ফার্মহাউসের ম্যানেজার জানিয়েছিলেন, থাইল্যান্ডে থেকে ফিরে সুশান্ত ও সারা ফার্মহাউসে উঠেছিলেন। যখনও তাঁরা ফার্মহাউসে যেতেন ৩-৪ দিন কাটিয়ে ফিরতেন বলেও জানিয়েছিলেন ফার্মহাউসের ম্যানেজার।
সূত্রের খবর রিয়া NCB-কে জানিয়েছিলেন, ‘কেদারনাথ’ ছবিতে কাজ করার সময় সারা ও সুশান্ত মা’দ’ক নিতেন। যদিও শনিবার মা’দ’ক নেওয়ার কথা সারা অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, শনিবার NCB-কে শ্রদ্ধা জানিয়ছেন, সুশান্তের পাবনার ফার্ম হাউস পার্টিতে মোট ৫-৬জন উপস্থিত ছিলেন। সেখানে ড্রি’ঙ্ক সার্ভ করা হচ্ছিল। তবে ওই পার্টিতে উপস্থিত ৫-৬ জনের মধ্যে কে কে ছিলেন।