চীনে উইঘুর মুসলিমদের উপর আবারও অ’ত্যাচা’রের অ’ভিযো’গ। চীনের বিরু’দ্ধে শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিমদের মসজিদ গুঁ’ড়িয়ে দেওয়ার অ’ভিযো’গ পুরনো। এবার সেই মসজিদের জায়গায় সুলভ শৌ’চালয় বানানো হয়েছে বলেও অ’ভিযো’গ উঠেছে। আর এই প’রিস্থি’তিতে মুসলিম দেশগুলি প্র’তিবা’দ না করে নী’রবতা পালনের জন্যে তাদের কা’ঠগ’ড়ায় তুললেন আ’লোচি’ত-স’মালো’চিত লেখিকা তসলিমা নাসরিন।
টুইটারে তসলিমা ক’টাক্ষে’র সুরে লেখেন, ‘চীন উইঘুর মুসলিমদের উপর অ’ত্যাচা’র করছে। কিন্তু ক’টা মু’সলিম দেশ এর বি’রো’ধি’তা করছে? আসলে চীন মুসলিম দেশগু’লিতে বিপুল পরিমাণে অ’র্থ বিনিয়োগ করে। তারা খুব ভালো করেই জানে, অর্থ ধ’র্মের থেকে অনেক বেশি জরুরি।’
চীনে উইঘুরদের পাঁচ হাজারের বেশি মসজিদ ভে’ঙে দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকা’শিত হয়েছে। গত বছর এক রিপো’র্ট প্রকা’শিত হয়, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত, মাত্র ৩ বছরে প্রায় ১৫ হাজার মসজিদ গুঁ’ড়িয়ে দিয়েছে চীন প্র’শাস’ন। এবারের ঘট’নাতেও এখনও পর্যন্ত এর বিরু’দ্ধে প্রতি’বাদ জা’নায়’নি পাকিস্তান-সহ কোনও ইসলামিক দেশই। আর তা নিয়েই এবার কটা’ক্ষ করলেন তাসলিমা নাসরিন। সূত্র ; জুম বাংলা