সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘রক্তরহস্য’। যেভানে একজন আরজের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসছে পূজায় মুক্তি পাচ্ছে এটি। আর এ ছবির শুটিং এর সময় বিভিন্ন অবিজ্ঞতার কথা স্বীকার করলে তিনি।
ভারতীয় গণমাধ্যমকে কোয়েল বলেন, মিরচি স্বর্ণজা পাশের বাড়ির মেয়ে। যে মানুষের ভালো দিকটা দেখে সব সময়। একদিন একটি বাচ্চা স্বর্ণজাকে ফোন করে বলে, সে ভগবানকে চিঠি পাঠাতে চায়।
সেখান থেকেই শুরু হয় এই গল্পের শুরু। স্বর্ণজা অত্যন্ত আবেগপ্রবণ মহিলা। গল্প যেখানে শুরু হয় আর যখন শেষ হয়, পুরোপুরি বদলে যায় সে।
কোয়েল-সৌকর্য এই প্রথম একসঙ্গে কাজ করছেন। সেই অভিজ্ঞতার কথা জানতে চাইলে অভিনেত্রী বলেন, মনিটার দেখার আগেও আমি প্রশ্ন করেছিলেন, আমি কি একবার দেখতে পারি?
আমরা মোট ২৪৩টা লোকেশনে শুট করেছি। তার মধ্যে একটি গ্রামও ছিল। সেখানে আমাকে দেখতে বারোশো লোক জমে গিয়েছিল।
অনেকদিন পর সিনেমা হল খুলল। পরিচালক-অভিনেত্রী দু’জনেই চান মানুষ দেখুন এই পারিবারিক ছবি। তবে সতর্কতা মানতে হবে। মাস্ক, স্যানিটাইজার সঙ্গে নিয়ে, সামাজিক দূরত্ব মেনে দেখতে হবে সিনেমা।