অস্ট্রেলিয়ার হয়ে বেশ বড় বড় অর্জন যার নামের পাশে সেই ডেভিড ওয়ার্নার এবার নাম লেখালেন এক লজ্জার রেকর্ডে। সবাইকে ছাড়িয়ে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ‘০’ রানে আউট হওয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার এক নম্বরে ক্রিকেটার তিনি।
রবিবার সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেে দ্বিতীয় টি-২০ ম্যাচে ওপেনিংয়ে নেমে ৩ বল খেলে আর্চারের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ০ রানে ফিরে যান ওয়ার্নার। আর তাতেই অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ তে সবচেয়ে বেশি ৬ বার ০ রানে আউট হওয়ার রেকর্ডে নাম লেখান ওয়ার্নার।
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি ডাকের রেকর্ডটি ছিল লুকে রঙ্কির! নামটি দেখে অবাক হলেও এটিই সত্যি। অস্ট্রেলিয়ার হয়ে রঙ্কির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০০৮ সালে। এরপর ২০১২ সালে তিনি নিউজিল্যান্ডের ফেরত আসেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উভয় দলের হয়ে খেলে তার ডাকের সংখ্যা ছিল ৫ টি। আর তার পরেই ৪ বার ০ রানে আউট হয়ে তৃতীয় স্থানে আছেন বর্তমান অধিনায়ক অ্যারণ ফিঞ্চ।
সব মিলিয়ে টি-২০ সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডে সবার উপরে আছেন তিলকারত্মে দিলশান (১০)। ওয়ার্নার অবস্থান করছেন বাংলাদেশী ওপেনার তামিম ইকবালের ঠিক নিচে ৩০ নম্বরে। তামিমও ৬ বার ০ রানে আউট হয়েছেন।