সু’শান্তের মৃ’ত্যু তদন্তে দুম করে ঢুকে পড়ল মা’দ’ক কারবার ৷ মা’দ’ক চ’ক্রের সঙ্গে জড়িত থাকার জন্য সু’শান্তের প্রেমিকা রি’য়া চ’ক্রবর্তী হলেন গ্রে’ফতার ৷ তারপরই নানা জেরার উঠে একের পর বলিউড সেলেবদের নাম ৷ যার মধ্যে পয়লা নম্বরে সারা আলি খান ৷
সারা-সু’শান্ত প্রেম কাব্য আগেও উঠে এসেছিল শিরোনামে ৷ আর সেই প্রেমকাব্যকে ধরেই সি’বিআই জানতে চেষ্টা করছে, সারা কতটা যুক্ত ছিলেন ড্রা’গসের কারবারের সঙ্গে ৷ সেই কারণেই এবার সু’শান্তের ড্রা’ইভারকে জেরা করল সিবিআই ৷ যে জেরা থেকে বেরিয়ে এল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ৷
সু’শান্তের ড্রা’ইভার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সারা-র সঙ্গে খুবই বন্ধুত্ব ছিল সু’শান্তের ৷ সারা ও সু’শান্ত একসঙ্গে বহু সিনেমার প্রোমোশনে যেতেন এবং একই গাড়িতে ৷
তবে সারা কখনই সু’শান্তের বাড়িতে আসেননি ৷ আর আমি কখনই ওদের ড্রা’গস নিতে দেখিনি ৷ বরং আমি যতদিন কাজ করেছি, সু’শান্ত খুবই ভালো লাই’ফস্টা’ইলে থাকতেন ৷
সু’শান্তের ড্রা’ইভার আরও জানান, থাইল্যান্ড ট্রি’প থেকে ফিরে সারা ও সু’শান্ত তেমন যোগাযোগ রাখেনি ৷ এমনকী, বিমানবন্দর থেকে সু’শান্ত একাই গাড়িতে উঠেছিলেন ৷