এবারের আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নেমেই অন্যরকম এক ডাবল সেঞ্চুরি করেছেন মি.৩৬০ খ্যাত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
আইপিএলের ১৩তম আসরে আজ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্স ও দেবদূত পাড়িক্কেলের ফিফটিতে ভর করে ১৬৩ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর।
১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সানরাইজ হায়দ্রাবাদ ১৫৩ রানে সব উইকেট হারায়। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ১০ রানে আইপিএল ২০২০ আসরের নিজেদের প্রথম ম্যাচ জয় লাভ করে।
দলের হয়ে ৫১ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস উপহার দেন এবি ডি। ইনিংস খেলার পথেই ছুঁয়ে ফেলেন একটি মাইলফলক। আরসিবির জার্সিতে টানা ১০ আসর খেলা ডি ভিলিয়ার্স অনেক রেকর্ডই গড়েছেন। এবার ব্যাঙ্গালোরের জার্সি গায়ে ২০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।
ইনিংসের ১৯ তম ওভারের তৃতীয় বলে সানরাইজার্স হায়দারাবাদের বোলার সন্দ্বীপ শর্মার স্লোয়ার ডেলিভারি এক্সট্রা কভারে উড়িয়ে সীমানার বাহিরে পাঠিয়ে দেন ভিলিয়ার্স। সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরের হয়ে ২০০ ছক্কা মারার কৃতিত্ব নিজের করে নেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
শুধু ব্যাঙ্গালুরের জার্সিতেই নয় আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারা রেকর্ডে গেইলের(৩২৬) পরেই দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। যেখানে ২১৪ টি ছক্কা ডি ভিলিয়ার্সের ঝুলিতে।
উল্লেখ্য, আইপিএলে ব্যাঙ্গালুরের জার্সিতে এখন পর্যন্ত ১১৩টি ম্যাচে খেলেছেন ডি ভিলিয়ার্স। দুইটি শতকের পাশাপাশি ঝুলিতে পুরেছেন ৩১টি অর্ধশতক। সংগ্রহ করেছেন ৩ হাজার ৮০১ রান।