ঐশ্বর্যকে ডিভোর্স দিতে চলেছেন অভিষেক বচ্চন, বলিউডে তুমুল হৈইচৈই

একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও তিনি বর্তমানে বচ্চন বধু। তার এখন এক মেয়ে স্বামী শ্বশুর-শাশুড়ি নিয়ে ভরা সংসার।

বচ্চন বধু বলতেই সবাই বুঝে যায় এখানে কথা হচ্ছে ঐশ্বর্য রাইকে নিয়ে। সুখের সংসার চলছিল ঐশ্বর্য অভিষেকের। কিন্তু একি এবার ঐশ্বর্যকে নাকি ডিভোর্স দিতে চলেছেন অভিষেক, তুঙ্গে জল্পনা।

বি-টাউনের সেলেবদের জীবন মানেই তা রঙিন। ঠিক যেমন ঐশ্বর্যের জীবনে এক সময় একাধিক সম্পর্ক উঁকি মেরেছিলেন, ঠিক তেমনই অভিষেক বচ্চনের জীবনও ছিল বেশ রঙিন।

তবে সেসব সম্পর্ককে বুড়ো আঙুল দেখিয়ে পরবর্তীকালে ঐশ্বর্য তে মেতেছিল অভিষেক। সম্পর্কের শুরু থেকেই অভিষেক ও ঐশ্বর্যকে নিয়ে পেট থ্রির পাতা হয়ে উঠেছিল জমজমাট।

তাদের প্রেম, ভালোবাসার বিয়ে নিয়ে সর্বত্রই ব্যস্ত থাকত বি টাউন। কিন্তু এরই মাঝে এবার পিছনে কান পাতলেই শোনা যাচ্ছে অভিষেক বচ্চন আর ঐশ্বর্যর নাকি বিচ্ছেদ হয়ে যেতে পারে।

কিন্তু হঠাৎ ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন কেনও রটেছে বলি পাড়ায়। ঐশ্বর্য অভিষেকের সম্পর্ক ভাঙছে একথাটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন।

আসল ব্যাপার হল কয়েকদিন আগেই ঐশ্বর্যর একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়। শোনা গিয়েছিল অভিষেক নাকি ডিভোর্স দিচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চনকে।

এই খবরে উত্তাল হয়েছিল বলিউড। এমনকি প্রকাশ্যে এসেছিল অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য কলহ।

কিন্তু ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ হচ্ছে এই কথার চরম চটে গিয়েছিলেন অভিনেতা। এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে মিডিয়াকে অভিষেক জানান,

‘কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা আমার জানা। কোনও তৃতীয় মাধ্যম আমার জীবন নিয়ে কোন মতামত দিক এটা আমি মেনে নেব না।সম্পর্কের মধ্যে যেটা সবথেকে দরকার সেটা হল বোঝাপড়া।

ঝগড়া সব সম্পর্কেই থাকবে। কমিউনিকেশন ঠিক থাকলেই সব সমস্যার সমাধান সম্ভব মিডিয়ার দ্বারা কখনওই কারোর ব্যক্তিগত জীবন পরিচালিত হতে পারে না’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.