চিপকে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু। প্রথম টেস্টে ২২৭ রানে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত।







সিরিজে ১-০ এগিয়ে আছে রুট বাহিনী। দ্বিতীয় টেস্টে বিরাটদের কাছে ঘুরে দাঁড়ানোর সুযোগ। ভারত টস জিতেছে। টসে জিতে বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রিজে রোহিত-অজিঙ্কা। ম্যাচের শুরুতেই ওপেনার শুভমন গিলকে ফেরান অলি স্টোন। শূন্য রানে আউট গিল।







মধ্যাহ্নভোজনের আগে পরপর চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে ভারত। পূজারা আউট হন ২১ রানে। ভারত অধিনায়ক বিরাট কোহলি কোনও রান না করেই মাঠ ছাড়েন।
অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট হারালেও রোহিত শর্মা তার খেলার গতি পরিবর্তন করেনি। ওয়ানডে মেজাজে তিনি তার শতক তুলেনেন।







রোহিতে পাশে থেকে ধীর গতিতে ব্যাটিং করে যাচ্ছে অজিঙ্কা রাহানে। রোহিত ২ ছক্কা ও ১৬ চারের মাধ্যমে ১৩১ রান ও রাহানে ৫ চারের মাধ্যমে ৩৫ রান করে অপরাজিত আছেন।






