কয়েল দিয়েই ঢাকলেন গোপনাঙ্গ, উরফির উলটা পালটা নাচ ভাইরাল

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী।

বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে।

তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় উরফি।

খুব সম্প্রতি আবারো উরফিকে দেখা গিয়েছে তার ইউনিক স্টাইলে। বলাই বাহুল্য, এখন সেই স্টাইল দেখেই চোখ কপালে সাধারণের। মিডিয়ার পাতায় প্রায়ই নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য জনপ্রিয় তিনি।

সপ্তাহে দুই একবার চলে আসেন নিজের ভিন্নধর্মী সাজ নিয়ে, যা দেখে অবাক হয়ে যান সাধরণের পাশাপাশি পাপারাজিৎরাও। এবার অভিনেত্রী যে পোশাকে দেখা দিয়েছেন, তা যে তার আগের সমস্ত স্টাইলকে টেক্কা দিয়ে গিয়েছে, সেকথা মানছেন নেটজনতার অধিকাংশই।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে টপলেস হয়েই দেখা গিয়েছে। এদিন ব্লু ডেনিমের পাশাপাশি পরেছিলেন অদ্ভুত ধরনের ব্রা-লেট, যা পুরোপুরি কয়েলের মতই দেখতে লাগছিল। সম্প্রতি এই বেশেই খোলা চুলে ছিলেন তিনি।

নিয়েছিলেন মানানসই হালকা মেকাপও। পরেছিলেন ক্যাজুয়াল একটি দুলও। আর এই লুকেই বানিয়েছেন রিল ভিডিও, যার সূত্র ধরে আপাতত চর্চায় অভিনেত্রী। নিজের পোশাকের জন্য এই মুহূর্তে আবারো একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। আর তার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.