বহুদিন বন্ধ ছিল স্কুল-কলেজ । করোনার কারণে গত বছরের শুরুর দিকে শুরু হয় লকডাউন । সে সময়ই দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়।







এখনও বেশিরভাগ রাজ্যেই স্কুল-কলেজ বন্ধ রয়েছে । কোথাও কোথাও নির্দিষ্ট নিয়ম মেনে ধীরে ধীরে স্কুল-কলেজ খুলতে শুরু করেছে ।
উত্তরপ্রদেশের বারাণসীর ক্যান্ট এলাকায় একটি কলেজ খুলতেই দেখা গেল ভ;য়ানক কাণ্ড । ক্লাসরুমের মধ্যে পড়ে রয়েছে একটি ক;ঙ্কাল ।







গতকাল, বুধবার ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । কলেজের ছাত্ররাই প্রথম ওই কঙ্কালটি দেখতে পান । তাঁরাই বিষয়টি কর্তৃপক্ষকে জানান । এরপর খবর যায় স্থানীয় থানায় ।
পুলিশ ও ফ;রে;ন্সিক বিভাগের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে পৌঁছন । কিন্তু ওই ক;ঙ্কাল কার বা কোথা থেকে এল, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি ।
ফ;রে;ন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন । ক;ঙ্কালটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে । সেটির ম;য়নাত;দন্ত করা হবে ।







সূত্রের খবর, ওই ইন্টার-কলেজটি করোনা মহামারীর সময় দরিদ্র, গৃহহীন মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছিল । অনেকেই সেখানে আশ্রয় নিয়েছিলেন ।
অনুমান করা হচ্ছে, তাঁদের মধ্যে থেকেই কেউ হয়তো ওখানেই মা;রা গিয়েছিলেন । কিন্তু কোনও কারণে সেই মৃ;তদে;হ সে সময় সকলের চোখ এড়িয়ে গিয়েছিল।
ওই কলেজের অধ্যক্ষ ডঃ একে সিং বলেন, কলেজের পিছনে একটা জঙ্গল মতো রয়েছে । সেই এলাকায় খেলার মাঠ তৈরি হওয়ার কথা ।







সে কারণেই কলেজ ও তার চারপাশ পরিষ্কার করার কাজ চলছিল । সে সময়ই কলেজের পিছনের দিকের ওই ক্লাসরুম থেকে ক;ঙ্কা;লটি উদ্ধার হয় ।
করোনার সময়ে কলেজটি স্থানীয় গৃহহীনদের আ;স্তানা হয়েছিল । তাঁদের মধ্যে অনেকেই ছিলেন মানসিকভাবে অসুস্থ ।
অনেক সময়ই নিজেদের মধ্যে ইট, পাথর ছুড়ে মা;রামা;রি করতেন তাঁরা । সম্ভবত সে সময়ই কেউ মা;রা যান ।






