প্রকাশিত হয়েছে আইপিএলের ১৪তম আসরের পূর্ণাঙ্গ সূচি। এবারের আসর শুরু হবে ৯ এপ্রিল আর পর্দা নামবে ৩০ মে।







অনুষ্ঠিত হবে ৫৬ টি ম্যাচ। ৬ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। কোন দলই হোম ভেন্যুতে ম্যাচ খেলবেনা।
কলকাতায় আইপিএল ২০২১-এর ১০টি ম্যাচ খেলা হবে। হোম টিম কেকেআরের একটিও ম্যাচ আয়োজনের দায়িত্ব পাবে না ইডেন।
এবছর আইপিএলে সব দল লিগ ম্যাচ খেলবে চারটি নিরপেক্ষ কেন্দ্রে। নাইট রাইডার্স গ্রুপ লিগের ম্যাচগুলি খেলবে চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ ও বেঙ্গালুরুতে।
সাকিবের কেকেআর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ১১ এপ্রিল চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। নাইটরা লিগের শেষ ম্যাচ খেলবে ২১ মে বেঙ্গালুরুতে সানরাইজার্সের বিরুদ্ধেই।







কলকাতা নাইট রাইডার্সের ম্যাচগুলোর সময়সূচি:-
১১ এপ্রিল: বনাম হায়দরাবাদ (চেন্নাই, ৮ টা)
১১৩ এপ্রিল: বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (চেন্নাই, ৮ টা)
১৮ এপ্রিল: বনাম ব্যাঙ্গালোর (চেন্নাই, ৪ টা)
২১ এপ্রিল: বনাম চেন্নাই (মুম্বাই, ৮ টা)
২৪ এপ্রিল: বনাম রাজস্থান (মুম্বাই, ৮ টা)
২৬ এপ্রিল: বনাম পাঞ্জাব (আহমেদাবাদ, ৮ টা)







২৯ এপ্রিল: বনাম দিল্লি (আমদাবাদ, ৮ টা)
৩ মে: বনাম ব্যাঙ্গালোর (আহমেদাবাদ, ৮ টা)
৮ মে: বনাম দিল্লি (আহমেদাবাদ, ৮ টা)
১০ মে: বনাম মুম্বাই (বেঙ্গালুরু, ৮ টা)
১২ মে: বনাম চেন্নাই (বেঙ্গালুরু, ৮ টা)
১৫ মে: বনাম পাঞ্জাব (বেঙ্গালুরু, ৮ টা)
১৮ মে: বনাম রাজস্থান (বেঙ্গালুরু, ৮ টা)
২১ মে: বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু, ৮ টা)






