আবারও অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
এই ম্যাচের পরই নারিনের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেছেন মাঠের আম্পায়াররা। পাঞ্জাবের বিপক্ষে কলকাতার ২ রানের জয়ের অন্যতম কারিগর এই ক্যারিবীয় স্পিনার।
এই ম্যাচে ৪ ওভারে ২৮ রানে দুই উইকেট নিয়েছেন তিনি। শনিবার রাতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নারিনের অবৈধ বোলিং অ্যাকশনের বিষয়টি একটি ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে।
যদিও এখনই কোনো বড় শাস্তির মুখে পড়তে হচ্ছে না এই ক্যারিবীয় অলরাউন্ডারকে। আপাতত তাকে সতর্ক করে দেয়া হয়েছে।
আইপিএলের এবারের আসরে আর একবার যদি তিনি অবৈধ অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন তবে তাঁকে নিষেধাজ্ঞায় পড়তে হবে। নিষেধাজ্ঞায় পড়লে তাঁকে অ্যাকশন বৈধ করে অনুমতি পত্র নিয়ে আবারও বোলিংয়ে ফিরতে হবে।
আইপিএলে এর আগেও নারিনের বোলিং নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। একবার নিষিদ্ধও করা হয়েছিল তাঁর বোলিং। পরে তিনি অ্যাকশন বৈধ করে আবারও ফিরেছেন।