কাঁদতে কাঁদতে চীনা সৈ’ন্যরা যাচ্ছেন ভারত সী’মান্তে

সী’মান্তে চী’ন-ভা’রত উ’ত্তেজনা চলাকালে দায়িত্ব পালনের জন্য পিপলস্ লিবারেশন আর্মির (পিএলএ) বেশ কয়েকজন সদস্য কাঁদতে কাঁদতে রওনা হয়েছে ভারত সী’মান্তের দিকে। এ রকম একটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে ২০ সেপ্টেম্বর। কান্নার এ দৃশ্য ‘তাইওয়ান নিউজ’ পত্রিকায় ছাপা হয়েছে।

পাকিস্তানি কৌতুকাভিনেতা জায়েদ হামিদ ভিডিওটি আপলোড করেন। এতে দেখা যায়, বাসের ভিতরে বসা কাঁচা বয়সের পিএলএ সেনারা কাঁদছে।

জায়েদ হামিদ লিখেছেন, ভারতীয় সে’নাদের মোকাবিলা করতে এদের লাদাখ সী’মান্তে বদলি করা হয়েছে। চীনের ‘এক সন্তানই যথেষ্ট’ নীতির বি’রূপ প্রভাবে সে’না রি’ক্রুট সমস্যা দেখা দিয়েছে।

তাই কাঁচা বয়সীদের সৈ’ন্য বানাতে হচ্ছে। পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু চীনের। তা সত্ত্বেও হামিদ দেশটির অপক্ব ছেলেদের পিএলএর সদস্য বানানো নিয়ে মশকরা করেন।

তিনি লিখলেন, ‘আমরা পাকিস্তানিরা তোমায় সমর্থন করি চীন। সাহসী হও।’ ফুটেজটি মূলত পোস্ট করা হয়েছিল চীনের ‘ফুইয়াং সিটি উইকলি’ পত্রিকায়। তবে কিছুক্ষণ পরই ওটা মুছে ফেলা হয়েছে।

মূল ভিডিওতে দেখা যায়, ১০ জন নতুন সৈ’ন্য ফুইয়াং রেলস্টেশনে এসেছে হেবেই প্রদেশের মি’লিটারি ক্যা’ম্পে যাওয়ার জন্য। এরা সবাই কলেজছাত্র। এদের মধ্যে পাঁচজন তিব্বতে চাকরি করতে স্বেচ্ছায় যোগদান করে। ভিডিওতে দেখা যায়, এ সৈ’ন্য পিএলএ সংগীত ‘সবুজ ফুল ফোটাই মোরা’ গাইবার সময় কা’ন্না চেপে রাখার ব্য’র্থ চেষ্টা করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.