ইতিমধ্যে দু-টি কেন্দ্রীয় প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। আর এর ফলে সমস্যায় পড়েছেন প্রায় সাড়ে চারশো শিক্ষিত তরুণ-তরুণী। এঁদের ভবিষ্যতের কথা ভেবে ফের কাজ ফিরিয়ে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্য কৃষিদফতরের অধীনে কেন্দ্রীয় প্রকল্পে কাজ করতেন এঁরা। কৃষিদফতরের এই কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ করার অনুমোদন চেয়ে অর্থদফতরের কাছে আবেদন করা হয়েছে।
দফতরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, অর্থদফতর প্রস্তাব অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের কৃষি জমির মাটি পরীক্ষার কাজ গত এক বছরের বেশি সময় ধরে কার্যত বন্ধ। মাটি পরীক্ষার এই প্রকল্পে বিজ্ঞানে স্নাতক, এমনকী স্নাতকোত্তর ডিগ্রিধারী মোট ১৩৩ জন ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। প্রায় পাঁচ বছর ধরে কাজ করার পর গত বছরের জানুয়ারি থেকে এঁরা কর্মহীন হয়ে পড়েছেন। আর এর পরে এই সমস্ত কর্মচারীদের ভবিষ্যতের কথা ভেবে ফের নিয়োগের উদ্যোগ নেয় রাজ্য সরকার।