কালো পোশাকে হটবম্ব পরিনীতি চোপড়া! নিজের অভিনয় দক্ষতা থেকে শুরু করে নাচ, গান সবকিছু দিয়েই বারংবার অনুরাগীদের মন জয় করেছেন অভিনেত্রী। আর এবার ফ্যাশনেও চোখ ধাঁধানো লুকে নজর কাড়লেন পরিণীতি।
সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলেই শেয়ার করেছেন কয়েকটি ছবি। কালো রঙের পোশাকে পরিণীতির উষ্ণ আবেদনময় লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। হট গার্ল পরিণীতির পরণে রয়েছে কালো রঙের ব্রালেট ও কালো প্যান্ট।
পোশাকের মধ্যে থেকে বক্ষভাঁজ স্পষ্ট। খোলা চুল, হালকা ন্যুড মেকআপের সঙ্গে ন্যুড লিপস্টিকে একেবারে আগুন ঝড়িয়েছেন অভিনেত্রী। আসলে ‘ফিল্ম ফেয়ার’ ম্যাগাজিনের কভার গার্ল হয়ে এই উষ্ণ লুকে ফটোশ্যুট সেরেছেন জনপ্রিয় এই বলি নায়িকা।
প্রতিটি পোজেই হটনেসে ভরা পরিণীতির এই লুক যে কত পুরুষের রাতের ঘুম কেড়েছে তা বলা মুশকিল। বরাবরই ফ্যাশন নিয়ে সচেতন অভিনেত্রী। তবে, এবার একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন পরিণীতি।
মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়ার বোন হওয়া সত্ত্বেও চেহারার জন্য একসময় নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয়েছিল পরিনীতিকে । তবে, এবার একেবারে হাটকে লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। জীবনের প্রথমদিকে একজন ‘ইনভেস্টমেন্ট ব্যাংকার’ হতে চেয়েছিলেন তিনি।
কিন্তু পরে ‘যশ রাজ ফিল্মস’-এ ‘জনসংযোগ পরামর্শক’ হিসেবে কাজ শুরু করেন। আর তারপর ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ নামের সিনেমা দিয়ে অভিনয় জগতে প্রথম পা রাখেন। সম্প্রতি পরিণীতির উষ্ণ আবেদনে মোড়া এই ফটোশ্যুট হু হু করে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।