কালো গাউনের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে গোপনাঙ্গ, ভাইরাল সোনাম কাপুর

ওয়া;র্ড্রোব ম্যা;লফাং;শন ঘটনাটি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকের কাছেই সাধারণ হয়েও অসাধারণ ব্যাপার। তবে অভিনেত্রী সোনম কাপুর (sonam kapoor) অধিকাংশ সময়েই ওয়া;র্ড্রোব ম্যা;লফাং;শন-এর শি;কার হন।

একটি পার্টিতে একবার তাঁর কালো গাউনের ফাঁক দিয়ে তাঁর ‘স্ত;নের বেশ কিছুটা অংশ দৃশ্যমান হয়। সোনম এই বিষয়ে অস্বস্তি বোধ করলেও তাঁর পার্টি থেকে বেরিয়ে আসার উপায় ছিল না।

এছাড়াও একটি ‘ভ্ল;গের জন্য মেকআপ করার সময় ক্যামেরার সামনেই সোনমের অন্তর্বাস নিয়ে সমস্যা শুরু হয়েছিল। সোনম কোমরের কাছে অন্তর্বাসের ‘স্ট্র্যা;প ধরে সেযাত্রা রক্ষা পেয়েছিলেন।

‘ইন্ডিয়া টুডে’ ও ‘কসমোপলিট‍্যান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুশিয়া পিঙ্ক রঙ ও ভায়োলেট রঙের মিশেলের একটি গাউন পরে গিয়েছিলেন তিনি।

তাঁর কাঁধের একপাশে ফেলা ছিল তাঁর লম্বা চুল। সোনম মিডিয়ার ক্যামেরার সামনে পোজ দেওয়ার পর যখন পিছনে ফেরেন, তখন ক্যামেরাবন্দি হয় তাঁর গাউনের উপর থেকে বেরিয়ে থাকা ‘স্ট্র্যা;পলেস ‘ব্রা।

কালো রঙের প্লা;ঞ্জড নেক পোশাকে তাঁর সিলিকন ‘ব্রা নিয়ে সমস্যা হয়েছিল। তবে সোনম কোনওরকম অস্বস্তি ক্যামেরার সামনে প্রকাশ না করে পোশাকটি সুন্দরভাবে ক্যারি করেছিলেন।

এই মুহূর্তে সোনম ব্যস্ত রয়েছেন তাঁর আপকা;মিং থ্রি;লার ফিল্ম ‘ব্লা;ইন্ড’-এর শুটিং করতে। ‘ব্লা;ইন্ড’-এর শুটিং চলছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে।

ফিল্মটি পরিচালনা করছেন সোম মাখিজা ( shome Makhija)। এর আগে সোনমকে দেখা গিয়েছিল ‘দি জো;য়া ফ্যা;ক্টর’ ফিল্মে। কিন্তু ফিল্মটি ব;ক্স অফিসে সফল হয়নি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.