সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর সৌন্দর্যে তাঁর প্রেমে পড়েননি, এমন অনুরাগী বোধহয় খুঁজে পাওয়া যাবে না। সত্যিই তো, অভিনেত্রী এতটাই সুন্দর যে, তাঁর দিক থেকে কোনওভাবেই চোখ ফেরানোর উপায় নেই।






কখনও শাড়িতে তিনি সুন্দর অবতারে সবার সামনে নিজেকে প্রকাশ করেন। আবার হট বোল্ড ড্রেসেও নেটপাড়ায় হইচই ফেলে দেন তিনি। এবারও তার থেকে আলাদা কিছু হল না। বরং সম্পূর্ণ কালো আউটফিটে ধরা দিলেন অনুরাগীদের সামনে।
কালো কো-অর্ড সেটে কী অসাধারণ লাগছে মিমি চক্রবর্তীকে। তাঁর দিকে তাকালে আর চোখ ফেরাতে পারবেন না আপনি। মিমি চক্রবর্তীর সৌন্দর্য দেখে বারবার তাঁর প্রেমে পড়েন অনুরাগীরা। তিনি যখনই কোনও বোল্ড ড্রেসে প্রকাশ্যে আসেন, তাঁর সৌন্দর্য হয় দেখার মতোই।






এদিকে শাড়িতেও অপরূপা এই অভিনেত্রী। সম্প্রতি একটি ব্ল্যাক ড্রেসে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি শেয়ার করেছেন তিনি। এই ব্ল্যাক ড্রেসে দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে। মিমি চক্রবর্তীকেও দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই বোল্ড ড্রেসটি তাঁর লুককে বেশ আকর্ষণীয়ও করে তুলেছে।
শীতকালীন পার্টিতে কী ধরনের ড্রেসে আপনি সাজতে পারেন, তার জন্য গুরুত্বপূর্ণ টিপস আপনি নোট করতেই পারেন মিমি চক্রবর্তীর এই লুক থেকে। ব্ল্যাক স্লিট ড্রেসে সোশ্যালে আগুন লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী।






কেমন সেজেছিলেন? চলুন আলোচনা করা যাক। ডিপ প্লাঙ্গিং নেকলাইন ড্রেসে দিয়েছে বোল্ড টাচ। এদিকে এই ড্রেসের ব্যাকলেস ডিটেলিংও প্রশংসা করার মতোই। যা দেখে চোখ ফেরাতে পারবেন না।
পোজ দেওয়ার সময়ে এই ব্যাকলেস ডিটেলিং ফ্লন্ট করতে ভোলেননি অভিনেত্রী। তবে এই ড্রেসের অন্যতম আকর্ষণ ছিল এর স্লিট ডিটেলিং। ড্রেসের বাম অংশে এই স্লিট ডিটেলিং দেওয়া হয়েছে। স্লিটে নিজের টোনড পা ফ্লন্ট করেছেন জমিয়ে। এই হাই স্লিট ড্রেসটিকে সম্পূর্ণ করেছে। চমৎকার দেখাচ্ছে অভিনেত্রীকে।





