বাংলা ওয়েব সিরিজ এর অন্যতম বিখ্যাত অভিনেত্রী হলেন মোনালিসা ওরফে ঝুমা বৌদি। এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিকে সেই ভাবে তিনি কোন সিনেমা প্রদান করতে পারেননি।







তবে একটি মাত্র ওয়েব সিরিজ এর মাধ্যমেই তাকে চিনে গেছে আপামর জনগণ। সম্প্রতি স্টার জলসায় নজর নামে একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনয় দক্ষতা সহজে মুগ্ধ করতে পেরেছে সকলকে
সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে সকলকে মুগ্ধ করে দেবার জন্য আসেন ঝুমা বৌদি ওরফে মোনালিসা।







সম্প্রতি তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন দুবাইতে।সেখানকার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।
তবে নিউ নরমাল লাইফে ফিরে যাবার পর সকলের মত তিনিও ব্যস্ত হয়ে পড়েছেন তার কর্মজীবনে।







কর্মজীবনে ব্যস্ত থাকার পরেও মাঝে মাঝে তাঁর মন চলে যায় দূর দুবাইতে। দুবাইয়ের ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করে জানালেন তার মন খারাপের কথা। জানেন যে কিভাবে তার মনে পড়ে যাচ্ছে দুবাইতে ছুটি কাটানোর কথা।
তাই ক্যাপশনে লিখেছেন, টেক মি ব্যাক। ভীষণভাবে মন থেকে তিনি আবার দুবাইতে ছুটি কাটাতে চলে যেতে চান।







তবে ব্যক্তিগত জীবনের পাশাপাশি যে প্রফেশন জীবনটা একইভাবে জরুরি। তাই মনের ইচ্ছা মনে রেখেই কাজে মন দিতে হচ্ছে তাকে।