লা’স্ট স্টোরিতে কিয়ারা আডবানীর স্ব’মে’হনের দৃ’শ্যটি নজর কেড়েছিল দর্শকের। এককথায় তাঁর অনবদ্য অভিনয় দাগ কেটে নিয়েছিল তাঁর ফ্যানেদের মনে। কিন্তু সেই দৃ’শ্যেরই শ্যু’টিং পর্বের আগের রাতে অত্যন্ত নার্ভাস ছিলেন অভিনেত্রী।
সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো-তে স্ব’মে’হনের ক্লা’ইম্যা’ক্স নিয়ে প্রশ্ন করা হয় কিয়ারাকে। কীভাবে ক্যামেরার সামনে স্ব’মে’হনের অমন চমৎকার অভিনয় করলেন তিনি।
জবাবে অভিনেত্রী জানান, করণ জোহর আমাকে সবটাই শিখিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই সি’নটা। কিন্তু একেবারে না হেসে করতে বলেছিলেন আমাকে।
ওই রাতের আগে আমি খুব নার্ভাস ছিলাম। আমি গুগল করে দেখেছিলাম কীভাবে লোকেরা ভা’ইব্রে’টর ব্যবহার করে। আ’গলি ট্রু’থের বেশ কয়েকটা সি’নও দেখেছিলাম।’
কিয়ারা আরও জানান, করণ জোহর তাঁর চোখ দিয়েই পুরো অভিনয়টা করতে বলেছিলেন।
ওয়েব সিরিজে কিয়ারা একজন অতৃ’প্ত স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। স্বামীর চরিত্রে ছিলেন ভিকি কৌশল। কিয়ারা আপাতত শাহিদ কাপুরের সঙ্গে তাঁর কবীর সিং ছবি মুক্তির অপেক্ষায়। ছবিটি মুক্তি পাবে ২১ জুন।