দেখতে দেখতে দু’বছর পার হয়ে গিয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ;ত্যু; হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে সেই রহস্য।






কয়েকদিন আগে সুশান্তের ময়নাতদন্তকারীর চাঞ্চল্যকর বয়ানের পর ফের অভিনেতার মৃ;ত্যু; নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি দাবি করেছেন, অভিনেতা আ;ত্ম;ঘাতী হননি, বরং তাঁকে হ;ত্যা; করা হয়েছে। আর একথা তিনি সুশান্তের মৃ;ত;দে;হ দেখেই বুঝে গিয়েছিলেন।
সুশান্তের ময়;নাত;দন্ত;কারীর এই বয়ানের পর থেকেই ফের একবার অভিনেতার মৃ;ত্যু;রহ;স্য নিয়ে নেটিজেনদের মধ্যেও চর্চা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে,অভিনেতার দেহে ছিল ছুঁচ ফোটানোর ক্ষত এবং বেশ কিছু আঘাতের চিহ্ন। শুধু তাই নয়, ‘দিল বেচারা’ অভিনেতার পা’ও ভাঙা ছিল।






সুশান্তের মৃ;ত্যু;র ২ বছর পর একথা জানার পর স্বাভাবিকভাবেই অনেক বড় ধাক্কা পেয়েছে তাঁর পরবার এবং অনুরাগীরা। এসবের মাঝেই ভাইরাল হয়েছে অভিনেতার মৃ;ত্যু;র আগের শেষ ভিডিও । যেখানে তাঁর অবস্থা দেখে চোখ ভিজেছে নেটিজেনদের।
অভিনেতার ভাইরাল হওয়া ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, তিনি বেশ অসুস্থ। এক ঝলক দেখে সুশান্তকে চেনাও দায়। সুশান্তের শেষ ভিডিও রিয়া চক্রবর্তীই রেকর্ড করেছেন বলে দাবি করা হয়েছে বেশ কিছু প্রতিবেদনে।






প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্তের ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছিল। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছিলেন, অভিনেতার মৃত্যুর আগেই তাঁদের ব্রেক আপ হয়ে
গিয়েছিল এবং তিনি অভিনেতার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। যদিও সুশান্তের অনুরাগীরা এই দাবি মানেনি। অভিনেতার মৃত্যুর পর থেকেই তাঁর পরিবার এবং অনুরাগীরা ‘জাস্টিস ফর এসএসআর’ ক্যাম্পেন চালাচ্ছেন





