কেন কাজ পাচ্ছি না জানি না! নিন্দুকদের এক হাত নিয়ে স্পষ্ট জবাব টেলি অভিনেত্রী অলিভিয়ার

সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রিটি আজকালকার দিনে মানুষের পিছনে কথা বলার লোকের অভাব নেই কোথাও! কিন্তু সবারই উচিত নিন্দুকদের কথায় কান না দিয়ে নিজের কাজটাই মন দিয়ে করে যাওয়া।

কারণ সেটাই হবে যোগ্য জবাব। বিশেষ করে সেলিব্রেটিদের কাছে নিন্দুকদের নিন্দার মুখে পড়া এখনকার দিনে একেবারে জল ভাতে পরিণত হয়েছে। তবে তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা খুবই স্পষ্ট কথায় মুখের ওপরে জবাব দিয়ে দেন. আবার অনেকেই কথা না বাড়িয়ে ঝামেলা থেকে দূরেই থাকেন।

সম্প্রতি নিজের এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। ইতিমধ্যেই বাংলা বিনোদন জগতে বেশ পাকাপোক্তভাবে নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী।

পজেটিভ থেকে নেগেটিভ একাধিক চরিত্রে দেখা গিয়েছে তাকে। অভিনয় করে ফেলেছেন বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজেও। কিন্তু ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষ আছেন যারা অল্পদিনেই অলিভিয়ার এই সাফল্য দেখে হিংসায় জ্বলছে।

এমনকি অভিনেত্রীকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তারা। সম্প্রতির তারই জবাবে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ ক্যাপশন লিখেছিলেন অভিনেত্রী। এমনিতে সকলেই জানেন অলিভিয়া


বরাবরই ভীষণ ফিটনেসফ্রিক। দিনের বেশ কিছুটা সময় জিমেই কাটিয়ে থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের সেইসব ওয়ার্কআউট ভিডিও শেয়ারও করেন অলিভিয়া।

সম্প্রতি তেমনই জিমে গিয়ে ওয়ার্কআউট করার একটি ভিডিও আপলোড করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমার অনুপস্থিতিতে আমার পিছনে তোমরা অনেক কথা বলছ তাই আরো বেশি করে

এই কাজে ক্ষমতাশালী হতে হবে’। কিন্তু হঠাৎ কি হল কাকে ইঙ্গিত করে এমন পোস্ট করলেন অলিভিয়া। সম্প্রতি এ বিষয়ে জানতে চেয়ে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে।

তবে উত্তরে স্পষ্ট করে কিছু না জানালেও এ বিষয়ে অলিভিয়া জানিয়েছেন উপরমহলে অনেক রকম কথাবার্তা হচ্ছে। অভিনেত্রীর কথায় ‘বুঝতেই পারছেন ইন্ডাস্ট্রিতে একটি মেয়ে যদি উন্নতি করে,তাঁকে ঠিক কি কি ধরনের মন্তব্য শুনতে হয়। বছরে মাত্র দুটো কাজ করেছি। তারপরও যদি মানুষ কথা বলে এমন তাহলে আর কি বলবো’!

প্রসঙ্গত এবছর সেই ভাবে কোন কাজ হাতে নেই অভিনেত্রীর। কিন্তু কেন তিনি কাজ পাচ্ছে না এ বিষয়ে জানতে যাওয়া হলে অলিভিয়া জানিয়েছেন ‘আমি সত্যিই জানিনা, কেন কাজ নেই। আশা করছি আসবে।

ভালো চরিত্রে অভিনয় করতে চাই। কেন পাচ্ছি না সত্যিই জানিনা’। উল্লেখ্য আগামী দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে অলিভিয়া অভিনীত ‘আবার অরণ্যের দিনরাত্রি’ এবং ‘লেডি চ্যাটার্জী’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.