বিগত আইপিএলগুলোতে সংগ্রাম করতে হয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এবার অবশ্য দলটি বেশ ভালো অবস্থানে আছে।
৮ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান দখল করে আছেন কোহলিরা। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শেষ চারে ওঠার জোর সম্ভাবনাও রয়েছে।
এমন পরিস্থিতিতে কোহলির ফুরফুরে মেজাজে থাকাই স্বাভাবিক। সেই ফুরফুরে কোহলি এবার মাঠে ধরা দিলেন নাচের ভঙ্গিতে। তা ধারণ করে আইপিএলের অফিসিয়াল সম্প্রচার চ্যানেলে দেখানো হয়। ব্যাস! মুহূর্তেই অন্তর্জালে ভাইরাল কোহলির নাচের ভিডিও।
কোহলির নাচের ভঙ্গিমা ছিল বেশ আমোদে। ভারতীয় অধিনায়ককে এমন শিশুসুলভ আচরণ করতে দেখে ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক- সবাই মেতেছেন রসিকতায়। অনেকেই কোহলির নাচের সাথে জুড়ে দিচ্ছেন গান।
ইংলিশ পেসার জফরা আর্চার আইপিএলে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। কোহলির নাচ নিয়ে তিনি লিখেছেন, ‘যখন সে তোমাকে বলে যাও দরজা বন্ধ করে এসো।’ কোহলির নাচের সাথে ভাইরাল হয়ে গেছে আর্চারের এই টুইটটিও।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগে সবুজ ঘাসে শুয়ে-বসে কোহলির এই অদ্ভুত নাচ নিয়ে টুইটারে জমা হয়েছে হাজার হাজার মন্তব্য। অবশ্য কোহলির এই আমোদে মেজাজ ম্যাচ শেষে অক্ষুণ্ণ থাকেনি। আইপিএলে নিজের ২০০তম ম্যাচে পাঞ্জাবের কাছে হেরে গেছেন তিনি।
ভিডিওঃ
ffs Kohli 😭😂 pic.twitter.com/rrdP48e8Tv
— J. (@LogicalBakwaas) October 15, 2020