শ্রীনগর: সন্ত্রাস-বিরোধী অভিযানে আত্মসমর্পণ করল কাশ্মীরের এক জ’ঙ্গি। কয়েকদিন আগেই জ’ঙ্গি দলে নাম লিখিয়েছিল এই ব্যক্তি। সঙ্গে ছিল একে ৪৭ অ্যাসল্ট রাইফেল। তার আত্মসমর্পণের ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির পরনে ছিল কেবল ট্রাউজার্স। দু’হাত তুলে এগিয়ে আসতে দেখা যাচ্ছে ওই যুবককে। ভিডিওতে শোনা যাচ্ছে সেনা অফিসার বলছেন, ‘চলে আয়, কেউ গুলি চালাবে না।’
জানা গিয়েছে, এক ফলের বাগানে লুকিয়েছিল ওই জঙ্গি। সদ্য কুড়ি পেরনো ওই যুবক কয়েক দিন আগেই জঙ্গি দলে নাম লিখিয়েছিল। তার কাছ থেকে একটি একে-৪৭ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার যৌথ বাহিনীর অভিযানের সময় ওই জ’ঙ্গির হদিশ পায় সেনাবাহিনী। ভিডিওতে দেখা গিয়েছে বন্দুক হাতে এক সেনা অফিসারকে। কিছুক্ষণ পরে বাগানের ভিতর থেকে দু’হাত উপরে তুলে এগিয়ে আসতে দেখা যায় ওই জ’ঙ্গিকে। সেই সময় সেনা অফিসারকে উপস্থিত বাকি সেনাকর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘‘কেউ গুলি চালাবে না।’’
জানা গিয়েছে ওই জ’ঙ্গির নাম জাহাঙ্গির ভাট। উপরে ওই সেনা অফিসার ওই জ’ঙ্গিটিকে জল দেওয়ারও নির্দেশ দেন।
সেনার তরফে জানানো হয়েছে, জাহাঙ্গির গত ১৩ অক্টোবর থেকে নিরুদ্দেশ ছিল। তার পরিবার তাকে খুঁজছিল। একই দিনে দু’টি একে-৪৭ নিয়ে এক স্পেশাল পুলিশ অফিসারও পলাতক হন। অবশেষে সেনার যৌথ অভিযানে সন্ধান মেলে জাহাঙ্গিরের। নিয়ম মেনে প্রথমে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। জাহাঙ্গির আত্মসমর্পণ করতে রাজি হয়। দু’হাত তুলে এগিয়ে আসে সেনার দিকে।