করোনা সংক্রমণের কারণে গোটা দেশে টানা লকডাউন চলেছে। আর এর জেরেই বন্ধ আছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এবার আনলক-৫ -এ স্কুল খোলায় সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই বিজ্ঞপ্তি অনুসারে ১৫ অক্টোবরের পর থেকে ধাপে ধাপে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। তবে স্কুল খোলার ব্যাপারে রাজ্যের হাতেই ছাড়া হয়েছ চূড়ান্ত সিদ্ধান্ত। এবার কীভাবে চলবে স্কুল সেই সংক্রান্ত এসওপি জারি করল শিক্ষামন্ত্রক।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে তা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত ঙ্করতে হবে। স্কুল কলেজের ক্লাসরুম, আসবাবপত্র, থেকে শুরু করে স্কুল ক্যাম্পাসের প্রতিটি কোণা, ক্যান্টিন থেকে শুরু করে জলের ট্যাঙ্ক অতি অবশ্য পরিষ্কার করে জীবাণুমুক্ত করা বাধ্যতামূলক। এর জন্য প্রতিটি স্কুল একটি টাস্কফোর্স গঠন করবে । এই টাস্কফোর্স সমস্ত এমারজেন্সি কেয়ারের দায়িত্বে থাকবে।
পড়ুয়াদের স্কুল আসা যাওয়ার ক্ষেত্রে যে বাস বা পুলকারগুলি দায়িত্বে থাকবে তারও স্যানিটাইজ করতে হবে। এছাড়া স্কুল খোলার পর করোনা আবহে মিড ডে মিল তৈরি ও বিতরণের ক্ষেত্রেও বাড়তি সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রেও বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল কলেজ খোলার পর ক্লাস শুরু হলে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষাকর্মীদেরও সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে। স্কুল পড়ুয়া ও শিক্ষক সবাইয়ের ক্ষেত্রেই মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক।
কেন্দ্রের তরফে বলা হয়েছে স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলায় অনুমতি দিলেও গাইডলাইনে স্পষ্টভাবে বলা হয়েছে, স্কুল বা কলেজ খোলার আগে সংশ্লিষ্ট ম্যানেজমেন্টের সঙ্গে পরিস্থিতির সার্বিক বিচার করেই নেওয়া হবে সিদ্ধান্ত। একই সঙ্গে পড়ুয়ারা স্কুল বা কলেজে এসে সশরীরে ক্লাস করবেন কিনা সে ব্যাপারে অভিভাবকের অনুমতি নিতে হবে। পাশাপাশি,অভিভাবকের লিখিত অনুমতি ছাড়া কোনও পড়ুয়া স্কুল বা কলেজে এসে ক্লাস করতে পারবে না।